শিক্ষাঙ্গন
পারভেজ চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘আর যদি ফিরে না আসি’ বই মেলায়
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৮:০৭ অপরাহ্ন
অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আমীরুল হক পারভেজ চৌধুরী প্রথম কাব্যগ্রন্থ ‘আর যদি ফিরে না আসি’। তার কবিতায় দ্রোহ, ভালবাসা, প্রকৃতি, মানবতা, বিরহ থেকে শুরু করে প্রান্তিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আকুতি বিদ্যমান।
শখের বশে কবিতা লিখলেও সমসাময়িক বিষয়ই তার কবিতার মূল উপজীব্য। ‘আর যদি ফিরে না আসি’ কাব্যগ্রন্থে প্রগাঢ় ভালোবাসার উপকরণ যেমন আছে, তেমনি বিরহের আখ্যান সমানতালে প্রবহমান। নদীভাঙন, ঝড়-জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়ে দুর্বিষহ জীবনযাপনকারী উপকূলের মানুষের প্রতি কবির দরদ ও ভালবাসা কয়েকটি কবিতায় সাক্ষ্য হয়ে আছে। কবিতায় কবি প্রকৃতির কাছে এবং ভালো কাজের মধ্যে জীবনের আনন্দ খুঁজে বেড়ান।
পারভেজ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস অনার্স এবং এমএসএস প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচ.ডি গবেষক। গ্রিন ইউনিভাসিটিতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এখন সহকারী অধ্যাপক হিসেবে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশন-এ পড়াচ্ছেন।
অনন্যা থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে মেলায় ৩২ নম্বর স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন মশিউর রহমান। এর মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইমেলা থেকে ২৫ শতাংশ এবং শিক্ষার্থীরা ৩০ শতাংশ ছাড়ে সংগ্রহ করতে পারবেন বইটি।