ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

বুরকিনা ফাসোতে মসজিদে হামলা, নিহত বহু মুসল্লি

মানবজমিন ডেস্ক

(১১ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এবার মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এতে বহু মুসল্লি নিহত হয়েছেন। তারা ফজরের নামাজ পড়তে মসজিদে উপস্থিত হয়েছিলেন। সে সময় এই হামলায় এই প্রাণহানির  ঘটনা ঘটে।

এর আগে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এ খবর দিয়েছে বিবিসি।

 

এতে বলা হয়েছে, গির্জায় হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনার একই দিনে একটি মসজিদে কয়েক ডজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে বলে বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ জানিয়েছে। ভোরে নামাজের সময় বন্দুকধারীরা আফ্রিকার এই দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে।

স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘নিহতরা সবাই মুসলিম। বেশিরভাগই পুরুষ।’

বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা ইসলামপন্থি যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য এবং মিলিশিয়াকেও লক্ষ্যবস্তু করে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, মোটরবাইকে করে এবং মেশিনগান নিয়ে শত শত জঙ্গি মসজিদটিতে আক্রমণ চালায়। সোশ্যাল মিডিয়ায় অযাচাইকৃত বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, মসজিদে হামলায় নিহতের সংখ্যা কর্মকর্তাদের দেওয়া সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে।

পাঠকের মতামত

মসজিদে হামলা করে মুসল্লী হত্যা করেছে তাদের আবার ইসলামপন্থি কিভাবে বলা হচ্ছে

Emon
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৬:৩৫ পূর্বাহ্ন

এরা মানুষ নয় মানুষরূপী জানোয়ার

Mithun
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৫:২২ পূর্বাহ্ন

যারা মসজিদ আর গির্জায় হামলা করে ধার্মিক মানুষ খুন করে তারা কখনো ইসলাম পন্থি হতে পারে না । ইসলামের নামে এরা সন্ত্রাসী কাজ করছে । এদের গুলি করে মারা উচিত । এরা যোদ্ধা নয় - কাপুরুষ ।

Mohammad Nazrul Isla
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১:৪২ পূর্বাহ্ন

যারা মসজিদ আর গির্জায় হামলা করে ধার্মিক মানুষ খুন করে তারা কখনো ইসলাম পন্থি হতে পারে না । ইসলামের নামে এরা সন্ত্রাসী কাজ করছে । এদের গুলি করে মারা উচিত । এরা যোদ্ধা নয় - কাপুরুষ ।

Kazi
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১২:৪৮ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status