শেষের পাতা
উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না আসলে জাতীয় নির্বাচনের মতো সেই ভুলের খেসারত দিতে হবে। সোমবার বিকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজ শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল, এর বাইরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদের অনুমতি দেয়া হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ২৮ তারিখে তারা যেভাবে পালিয়ে গেছে, আবারো ওই রকম কিছু করতে গেলে পালাতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ।
পাঠকের মতামত
ওবায়দুল কাদের সাহেবের আর কোন চিন্তা নেই দেশের জনগণের সমস্যা নিয়ে শুধু দেখি্ শয়নে সপনে বিএনপি আর বিএনপি -----
বি এন পি ভুল করলে ভুলের খেসারত তারা দিবে, তাতে আপনার এতো মাথা ব্যাথা কেন? এতে তো আপনারা রাজনৈতিকভাবে আরো ভালো করবেন, আবারো ফাঁকা মাঠে গোল দিয়ে অতীতের সব নির্বাচনের মতো ১০০% উপজেলা দখল করে নেবেন। আর বি এন পি আসলে ৯৯% দখল করবেন। তাই, নি এন পি' র আসা-না আসা একই কথা। কাদের কাকুর কাছে একটা প্রশ্ন: আপনি কি বি এন পি'র একজন অঘোষিত উপদেষ্টা যে ঘুম থেকে উঠেই আপনি বি এন পি- কে দিনভর উপদেশ দিতে থাকেন?
উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে :কিছুই হবে না বর্তমান সংসদে কেউ নির্বাচিত নয় ভোটের হার ছিল 2% এর নিচে,ওবায়দুল কাদের মিথ্যুক, নিন্দুক,হিংসুক!নির্বাচন করে অপচয় করবেন না নির্বাচনের সম্ভাবনা নাই!