খেলা
নাপোলির মাঠে হোঁচট, দ্বিতীয় লেগে ‘ন্যু-ক্যাম্প’ মিস করবে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারবল দখল কিংবা আক্রমণ- ম্যাচজুড়ে একক আধিপত্য দেখালো বার্সেলোনা। দাপুটে পারফরম্যান্সে লিডও নিলো ব্লাউগ্রানারা। তবে শুরুতে এগিয়ে গিয়েও নাপোলিকে হারাতে পারেনি কিউলরা। বুধবার রাতে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগ শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্লাউগ্রানারা। জয়বঞ্চিত হয়ে হতাশ বার্সেলোনা কোচ জাভি। প্রকাশ করেছেন দ্বিতীয় লেগ নিজেদের মাঠ ন্যু-ক্যাম্পে খেলতে না পারার আক্ষেপ।
২০২০ সালে সংস্করণ শুরু হয় বার্সেলোনার মাঠ ন্যু-ক্যাম্পের। এরপর থেকে বার্সেলোনা শহরের আরেক স্টেডিয়াম অলিম্পিক লুইস কোম্পানিসকে নিজেদের মাঠ হিসেবে ব্যবহার করছে ব্লাউগ্রানারা। এই মাঠেই আগামী ১২ই মার্চ দ্বিতীয় লেগে নাপোলিকে আতিথ্য দেবে বার্সেলোনা। তবে বার্সা কোচ জাভির ভাষ্য, ১ লাখ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন ন্যু-ক্যাম্পে ম্যাচটি হলে দৃশ্যপট ভিন্ন হতো। জাভি বলেন, ‘অবশ্যই আমরা ন্যু-ক্যাম্প মিস করি। মৌসুম শুরুর আগে বলেছিলাম, ন্যু-ক্যাম্প ছাড়া এই বছরটিও কঠিন হবে আমাদের জন্য।’ ২০২৪ সালেই ন্যু-ক্যাম্পের সংস্করণ শেষ হওয়ার কথা।
জাভি বলেন, ‘ন্যু-ক্যাম্পে খেলা আর এই মাঠে (অলিম্পিক স্টেডিয়াম) এক ব্যাপার নয়। যদিও আমাদের পারফরম্যান্সে এটার প্রভাব পড়া উচিত নয়। তবে অবশ্যই এটা হতাশার। চিন্তা করে দেখুন, দ্বিতীয় লেগ ন্যু-ক্যাম্পে হলে সবকিছুই ভিন্নরকম হতো। সেটা আমাদের জন্য যেমন, প্রতিপক্ষের জন্যও তেমন।’
নাপোলির মাঠে ৫১ শতাংশ বল দখলে রেখে ১২টি শটের ৬টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। বিপরীতে ৪৯ শতাংশ বল দখলে রাখা দ্য লিটল ডঙ্কিরা ৬টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়। শুরু থেকে দাপট দেখালেও গোল পেতে ৬০তম মিনিট অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনা। তবে রবার্ট লেভানদোভস্কির নৈপুণ্যে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিউলরা ৭৫তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওশিমেনের গোলে সমতা টানে নাপোলি।
এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হওয়ায় হতাশ বার্সা কোচ জাভি। তিনি বলেন, ‘আমার জন্য অম্লমধুর অনুভূতি, কারণ ম্যাচ আমাদের হাতেই ছিল। আমরা ভালো খেলেছি, রক্ষণ ভালোভাবে সামলেছি। নাপোলি খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে এগিয়ে যাওয়ার পর আমাদের আরো আগ্রাসী হওয়ার দরকার ছিল। কিন্তু সেখানেই আমরা নিয়ন্ত্রণ হারাই।’
জাভি বলেন, ‘এটা হতাশাজনক। যদিও এই ম্যাচের পারফরম্যান্সে খুশি আমি। ইউরোপ সেরার মঞ্চে ছেলেরা যে খেলা দেখিয়েছে, তা সন্তোষজনক। এই বার্সাকেই আমরা দেখতে চাই। তবে খেলা শেষ করার মতো পরিণত পারফরম্যান্সের ঘাটতি ছিল আমাদের।’