ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

‘আইপিএলের পর মনে হয় আমরাই সবচেয়ে ভালো পারিশ্রমিক দেই’

স্পোর্টস রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারmzamin

ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট- আইপিএলের পর বিপিএলেই বিদেশি ক্রিকেটারদের সবচেয়ে ভালো পারিশ্রমিক দেয়া হয় বলে মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তারকা ক্রিকেটারদের এখানে খেলার আগ্রহও যথেষ্ট দেখতে পান তিনি। স্রেফ একটু গুছিয়ে আয়োজন করতে পারলেই এই টুর্নামেন্ট অনেক ভালো হয়ে উঠবে বলে বিশ্বাস বিপিএলের সফলতম কোচের। বিপিএলে বরাবরই তারকা সমৃদ্ধ দল গড়ে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশ্ব ক্রিকেটের বড় নাম আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মঈন আলী, জনসন চার্লস, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ানরা নিয়মিত খেলছেন এই ফ্র্যাঞ্চাইজি দলে। বিপিএলের সফলতম দলটিতে এবারের আসরে খেলেছেন উইল জ্যাকস, রেমন রিফার, আমের জামালের মতো তারকারাও। ড্রাফট থেকে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক খুব বেশি হয় না বিপিএলে। তবে সরাসরি চুক্তিতে নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক থাকে আকাশচুম্বি। তাদের সঙ্গে সাধারণত ম্যাচের সংখ্যা হিসাবে চুক্তি হয়ে থাকে। এবার বড় তারকাদের সঙ্গে ম্যাচপ্রতি ৩০ থেকে ৩৫ হাজার ডলারে চুক্তি করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 গত আসরেও অঙ্কটা ছিল এরকমই। বড় কয়েকজন তারকা খেলে গেছেন ও খেলছেন বিপিএলের আরেক দল রংপুর রাইডার্সেও। তারাও বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়েই এনেছে সরাসরি চুক্তি করা ক্রিকেটারদের। পারিশ্রমিকের দিক থেকে তাই ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর মধ্যে বিপিএলকে ওপরের দিকেই রাখেন সালাউদ্দিন। কিন্তু বাংলাদেশের আসরকে তিনি পিছিয়ে রাখছেন আয়োজনগত দিক থেকে। বিশেষ করে, বিপিএলের জন্য আলাদা একটি সময় বের করার কথা বললেন তিনি। এবারই যেমন বিপিএলের সঙ্গে প্রায় একই সময়ে চলেছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি। এছাড়াও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি  টুর্নামেন্ট বিগ ব্যাশের শেষটুকু ও পিএসএলের শুরুর ভাগও পড়ে গেছে এই সময়টাতেই। মঙ্গলবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পায় কুমিল্লা। পরে সালাউদ্দিন বলেন, অন্য সময়ে আয়োজন করা গেলে বিপিএলে বড় তারকাদের আলো আরও বেশি পড়বে। 

সালাউদ্দিন বলেন, ‘এটা তো সবাই বোঝে (আরেকটু গুছিয়ে করা যায়) যাদের বোঝার, তারা বোঝে না। আমার মনে হয়, তারাও যদি একটু বোঝে, তাহলে এটাও অনেক ভালো একটা টুর্নামেন্ট হতে পারে। একটা ভালো উইন্ডো পেলে বাংলাদেশে সবাই খেলতে আসবে। আমি যতটকু বুঝি, আইপিএলের পরই আমরা মনে হয় সবচেয়ে ভালো পারিশ্রমিক দেই ক্রিকেটারদের। এখানে সবারই খেলার ইচ্ছা আছে।’ আয়োজনগত দিক থকে আরেকটা জায়গাতেও আঙুল তুললেন সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচের মতে, টুর্নামেন্টকে টেনে বেশি লম্বা করায় এটির গতি ব্যাহত হচ্ছে। সালাউদ্দিন বলেন, ‘এত লম্বা সময় ধরে টুর্নামেন্ট হলে খুব সমস্যা। একটি টুর্নামেন্ট ৪৫ দিন ধরে হচ্ছে। ইচ্ছা করলেই এটাকে ছোট করা যায়। ধরুন একটা দল মোমেন্টাম পেয়েছে, সে পরের ম্যাচটি খেলছে ৯ দিন পরে, কেউ খেলছে ৬ দিন পরে- এতে আসলে একটা দলের নতুন করে শুরু করতে হয়। ইচ্ছা করলেই এটা সম্ভব (ছোট করা), একটু চিন্তাভাবনা করলে। এটা বুঝলে তো বোঝাই যায়, না বুঝলে কেউ বোঝাতে পারবে না।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status