বিনোদন
অপেক্ষায় কেয়া
স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারচিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। এক সময় ছিলেন সিনেমা নিয়ে তুমুল ব্যস্ত। তবে সময়ের সঙ্গে সঙ্গে কাজ কিছুটা কমিয়েছেন তিনি। মনের মতো কাজই কেবল করছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ ‘কথা দিলাম’ সিনেমায় দেখা মেলে কেয়ার। কেয়ার মুক্তির অপেক্ষায় রয়েছে হাফ ডজন সিনেমা। এরমধ্যে সবশেষ তিনি কাজ করেছিলেন ‘কাঠগোলাপ’ সিনেমার। যদিও সাজ্জাদ খান পরিচালিত এ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি এখনো। মানবজীবন টিকে আছে ‘সম্পর্ক’ নামক অদৃশ্য মায়ার টানে। সম্পর্কের অদ্ভুত মায়াজালে বন্দি বিশ্বব্রহ্মাণ্ড। যখন এ জায়গাটায় টান পড়ে তখন তৈরি হয় নানান সংকট। সে সংকট হয়তো জীবনের গতিপথ বদলে দেয়। সম্পর্কের সংকটের কথা তুলে ধরা হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমায়। এদিকে দীর্ঘ সময় পর নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কেয়া। সিনেমার নাম ‘অপারেশন জ্যাকপট’।
এতে অতিথি চরিত্রে দেখা মিলবে তার। সম্প্রতি ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন কেয়া। এ নায়িকা বলেন, সবমিলিয়ে অনেক দিন পর নতুন কোনো সিনেমার কাজ করলাম। এটি মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত সিনেমা। তাই কাজ করতেও ভালো লেগেছে। কেয়া আরও বলেন, সত্যি বলতে আমি অপেক্ষায় আছি আমার মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর। এ বছর আশা করছি কয়েকটি ছবি আসবে আমার। আর নতুন কয়েকটি সিনেমার কথাও চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। দীর্ঘদিন পর এই সিনেমায় অভিনয় করতে গিয়ে সব পুরনো সহকর্মীদের সাথে দেখা হলো। সচরাচর আমাদের দর্শকরা পর্দায় নায়িকা চরিত্রে দেখতে অভ্যস্ত। কিন্তু ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটিতে আমাকে পর্দায় নতুন ভাবে আবিষ্কার করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত এই সিনেমাটিতে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সম্মানিতবোধ করছি।