শরীর ও মন
টাঙ্গাইলে ক্যাম্পস’র উদ্যোগে চলছে বিনামূল্যে কিডনি স্ক্রিনিং ও সচেতনতা কার্যক্রম
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন
কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার হাতিবানধা এলাকায় ‘তালিম ঘর’ এ বিনামূল্যে কিডনি স্ক্রিনিং ক্যাম্প ও সচেতনতা কার্যকর পরিচালনা করছে ।
ক্যাম্পস-এর চেয়ারম্যান ও আনোয়ার খান মডার্ন হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজের কিডনি বিভাগের চিফ কনসালটেনট অধ্যাপক ডা. এম এ সামাদের তত্ত্বাবধানে ৮ দিনব্যাপী এ স্ক্রিনিং ক্যাম্প গত ১১ই ফেব্রুয়ারি শুরু হয়, যা আগামী ২০ তারিখ পর্যন্ত চলবে ।
এরপর একুশে ফেব্রুয়ারি তারিখে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।