খেলা
মুশফিকের ছক্কার ‘সেঞ্চুরি’, ফ্রন্টফুটে বরিশাল
স্পোর্টস রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার
বিপিএলে ব্যাট হাতে ধুঁকছিলেন মুশফিকুর রহীম। দুই অঙ্কের কোটা পেরুতে ব্যর্থ হন টানা তিন ম্যাচে। অবশেষে রানে ফিরলেন ফরচুন বরিশাল তারকা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হাঁকালেন ফিফটি। গতকাল হাফ সেঞ্চুরি হাঁকানোর পথে ছক্কার সেঞ্চুরি মারেন মিস্টার ডিপেন্ডেবল। আর মুশফিকের মাইলস্টোন ছোঁয়া ম্যাচে সিলেটকে ১৮ রানে হারিয়ে প্লে-অফের পথে এগিয়ে গেল বরিশাল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে মুশফিক-মেয়ার্সদের ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৩ রান তোলে ফরচুন বরিশাল। জবাবে ৮ উইকেটে ১৬৫ রান তুলতে সমর্থ হয় সিলেট। এই হারে বিপিএলের লীগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো সিলেটের। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ফরচুন বরিশাল। ১১ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান করে ফেরেন ওপেনার আহমেদ শেহজাদ। অধিনায়ক তামিম ইকবাল আউট হন ১৯ রান করে। সৌম্য সরকার ফেরেন ৮ রানে। দলীয় ৬৫ রানে তিন উইকেট হারানোর পর ৮৪ রানের জুটি গড়েন মুশফিকুর রহীম এবং কাইল মেয়ার্স। ১৬.১ ওভারে মেয়ার্স ৩১ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। ৩২ বলে ৩টি করে চার-ছক্কায় ৫২ রান করেন মুশফিক। ঝড়ো ইনিংসে হাঁকানো তিনটি ছয়ে বিপিএলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছক্কার সেঞ্চুরি করলেন মুশফিক। তিনদিন আগে প্রথম বাংলাদেশি হিসেবে মাইফলকটি ছুঁয়েছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
এ দু’জন বাদে বিপিএলে ১০৬ আছে শুধু ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। মুশফিকের রেকর্ড গড়া ইনিংসের পর মাহমুদউল্লাহ রিয়াদ ১২* এবং মেহেদী হাসান মিরাজের ১৫ রানের ইনিংসে সিলেটকে ১৮৪ রানের টার্গেট দেয় বরিশাল। ফরচুনের ইনিংসে তিন উইকেট নেন স্ট্রাইকার পেসার তানজিম হাসান সাকিব। টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে দুই উইকেট হারানো সিলেট স্ট্রাইকার্স ৪০ রানে খোঁয়ায় ৬ উইকেট। হ্যারি টেক্টর ০, জাকির হাসান ৫, নাজমুল হোসেন শান্ত ০, অ্যাঞ্জোলো পেরেরা ১৭, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১০ এবং রায়ান বার্ল ৩ রানে আউট হন। শুরুর ধাক্কা সামলে ১০৮ রানের জুটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন বেনে হাওয়েল এবং আরিফুল হক। তবে হাওয়েলের ৫৩ এবং আরিফুলের ৫৭ রান সিলেটের জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষে তানজিম সাকিব ৯ এবং সানজামুল ইসলাম ২ রানে অপরাজিত ছিলেন। ব্যাট হাতে ৪৮ রান করা বরিশালের কাইল মেয়ার্স বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের তিনে ফরচুন বরিশাল। ১০ ম্যাচের ৭টি হেরে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে সিলেট স্ট্রাইকার্স। বাকি দুই ম্যাচে জয় পেলেও প্লে-অপে সুযোগ পাবে না স্ট্রাইকাররা।