ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

তাসকিনকে গতি ও আগ্রাসন ধরে রাখতে বলেন ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

সামপ্রতিক ক্রিকেটে পেসারদের মধ্যে তাসকিন আহমেদের উন্নতিটা চোখে পড়েছে সবার। কাঁধের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে তাসকিন আহমেদকে পায়নি বাংলাদেশ দল। চোট কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে সাদা বলের দুই সিরিজেই মাঠে থাকবেন তাসকিন। যে কারণে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শুরুর আগে তাসকিনের কাছে প্রত্যাশাও বেশি। সেই প্রত্যাশা পূরণে কোন পথে হাঁটতে হবে, তাসকিনকে সেটিও জানিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রায় তিন মাস পর মঙ্গলবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন তাসকিন। পেস বোলিং কোচ ডোনাল্ডের সঙ্গে ব্যস্ত সময় কাটে তার। গুরুর সঙ্গে কী কথা হলো তাসকিনের? উত্তর জানা গেছে তাসকিনের মুখ থেকেই। এক ভিডিও বার্তায় তাসকিন জানান, গতি ও আগ্রাসন ধরে রাখতে বলেছেন ডোনাল্ড। কখনও কখনও সাফল্য না এলেও তাসকিনের গতি-আগ্রাসন থেকে সরে যাওয়া ঠিক হবে বলে মনে করেন এ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।

বিজ্ঞাপন
 তাসকিন বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলছিলাম যে আমি ইনজুরি থেকে এসেছি এখন আমার দায়িত্বটা কী হবে? ও আমাকে এটাই বুঝাতে চাচ্ছিল যে, তুমি যে টাইপের বোলার, তোমার দায়িত্ব হচ্ছে গতি ও আগ্রাসন। ও আমাকে বলছিল, কিছু সময় তুমি অনেক রান দেবে, কিছু সময় তুমি একাই উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেবে- কিন্তু তোমার দায়িত্ব থেকে তুমি নিজেকে সরাবে না। তোমার যেটা রোল, সেটাতেই তুমি ফোকাস থাকো। দিন যত যাবে, রিদম আরও বেটার হবে। আমরা আরও কাজ করবো সামনে।’ দীর্ঘদিন পর দলের সঙ্গে অনুশীলনের অনুভূতি জানিয়ে তাসকিন বলেন, ‘খুবই ভালো লাগলো প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করলাম। ফিন্ডিং, বোলিং ব্যাটিং- সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল। পরে যখন শুরু করলাম সব কিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’ এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের মতে, বর্তমানে বাংলাদেশের পেসারদের জন্য রোল মডেল তাসকিন আহমেদ। যিনি গত কয়েক বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের বোলিংয়ে যোগ করেছেন ভিন্ন মাত্রা। সাকিবের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তাসকিন। তিনি বলেন, ‘অবশ্যই আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমার অনেক ভালো লেগেছিল সাকিব ভাইয়ের ওই কথাগুলো শুনে। এটা আমাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে যে সামনে আমাকে আরও ভালো করতে হবে।’ তাসকিনের আশা, টেস্ট সিরিজের ব্যর্থতা ঝেরে মুছে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে টাইগাররা। আর সামনে যেহেতু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে তাই উইন্ডিজ থেকেই শুরু হচ্ছে প্রস্তুতি । তাসকিন বলেন, ‘প্রত্যেকটি ম্যাচ বা সিরিজ গুরুত্বপূর্ণ, সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু বড় ইভেন্টের খেলা আছে সেহেতু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। অবশ্যই জয়ের জন্য খেলবো। আমরা যেনো দীর্ঘমেয়াদী সুযোগগুলো কাজে লাগাতে পারি, নিজেদের উন্নতি করতে পারি, আত্মবিশ্বাসগুলো বেশি করে নিতে পারি। এটাই লক্ষ্য থাকবে যে, এখানে খেলে আমরা সামনে নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি বিশ্বকাপের জন্য।’ টেস্টের ব্যর্থতা একপাশে রেখে কুড়ি ওভারের দিকে মনোযোগ দেওয়ার বার্তা তাসকিনের। তিনি বলেন, ‘শেষ সিরিজটা ভালো যায়নি। এখন সামনে একটা টি-টোয়েন্টি সিরিজ আছে, এরপরই ওয়ানডে সিরিজ। যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে কাজ করতে হবে।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status