ঢাকা, ৩১ মার্চ ২০২৫, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চট্টগ্রামে চলছে এশিয়া কাপ করপোরেট ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবারmzamin

টার্ফের সবুজ গালিচার চারপাশে দর্শকদের থিকথিকে ভিড়। স্লোগান উঠছে থেমে থেমে। রেফারি বাঁশি বাজাতেই শুরু হয়ে যায় ফুটবল যুদ্ধ। ২০ মিনিট ধরে চলা ফুটবল শৈলীতে শেষমেশ জয়ের হাসি হাসে ‘অনন্ত গ্রুপ’। তবে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হলেও দারুণ খেলে সবার মন কেড়ে নিয়েছে কেএসআরএম ফুটবল দল। তবে একইদিন কেএসআরএম ফুটবল টিম দ্বিতীয় ম্যাচ খেলেন এক্সিম ব্যাংক ফুটবল টিমের সঙ্গে। ওই ম্যাচে খেলায় ধারাবাহিক নৈপুণ্য অব্যাহত রাখেন কেএসআরএম ফুটবল টিম। শেষে ৪-১ গোলের বিরাট ব্যবধানে কেএসআরএম ফুটবল টিম জয় ছিনিয়ে আনে। একইদিন বিভিন্ন করপোরেট টিমের আটটি খেলা মাঠে গড়ায়। এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সের ফুটসাল টার্ফের গত বৃহস্পতিবার সন্ধ্যার চিত্র এটি। সেখানে এশিয়ান গ্রুপের পৃৃষ্ঠপোষকতায় বসেছে ‘করপোরেট ফুটসাল কাপ’ টুর্নামেন্ট। আট গ্রুপে ২৪ দলের অংশগ্রহণে গত ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই করপোরেট টুর্নামেন্ট। ৫ দিনের এ আয়োজনে মাঠে গড়াবে মোট ৩৯ ম্যাচ। ১৮ই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন, শাহরিয়ার জাহান রাহাত, এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফন আহমেদ সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, কেএসআরএমের গণমাধ্যম  উপদেষ্টা মিজানুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক এবিএম গোলাম কিবরিয়া, জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজউদ্দিন, উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ প্রমুখ। এমন আয়োজনের জন্য এশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। তিনি বলেন, এর মাধ্যমে আমাদের মধ্যে একে অপরের প্রতি হৃদ্যতা বাড়বে। করপোরেটদের মধ্যে তৈরি হবে সামাজিক সেতুবন্ধন। এবার এশিয়া কাপ করপোরেট ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে কেএসআরএম, মেঘনা গ্রুপ, নগদ, বিকাশ, পিএইচপি, ক্লিপটন গ্রুপ, রবি, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, এক্সিম ব্যাংক, এশিয়া গ্রুপ, চৌধুরী গ্রুপ, ইউনিয়ন ব্যাংক, প্যাসিফিক জিন্স বাংলালিংক, কিশোয়ান, ম্যাফ সুজ, অনন্ত গ্রুপ, কনফিডেন্স সিমেন্ট, বারকোড, ডেকাথলন, মার্স্কসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status