বাংলারজমিন
শ্রীনগরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত ১
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, রবিবারমুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে জাফর (৪০) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তন্তর-পাড়াগাঁও সড়কের নয় নম্বর রোডের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাফর (৪০) নামে এক ছিনতাইকারী মারা যায়। নিহত জাফর মাদারীপুরের কালকিনি উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। আহত জহির শরিয়তপুরের গোপালপুর ও আরিফ মুলাদির মুতাজপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, ভোরে পাড়াগাঁও গ্রামের ফালু শেখের ছেলে মো. মোহসিন (৫২) অটোরিকশা নিয়ে বের হয়। এ সময় ঘটনাস্থলের কাছাকাছি আসলে ৭ জনের একটি সংঘবদ্ধ দল রাস্তায় কলাগাছ ফেলে ব্যারিকেড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় মোহসিনের চিৎকারে স্থানীয়রা এসে জাফর (৩২), জহির (৩৫) ও আরিফ শিকদার (৩৩) নামে ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। তবে তার আগেই আরও ৪ ছিনতাইকারী অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে। সেখানে বেলা ১১টার দিকে জাফরের মৃত্যু হয়। বাকি জহির ও আরিফকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানার ওসি শাকিল আহাম্মদ জানান, ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার জাফর মারা গেছে। তার লাশ মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।