বাংলারজমিন
নান্দাইলে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে ঈদ উপহার বিতরণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, রবিবার
ময়মনসিংহের নান্দাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পের উদ্যোগে নান্দাইল উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর টিম উক্ত ঈদ উপহার বিতরণ করেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৫ জনের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আটা, এক কেজি ডাল, এক লিটার তেল, চিনি, লবণ ও প্যাকেট সেমাই বিতরণ করা হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জুয়েল মিয়া, জামাল মিয়া, শহিদুল্লাহ ও হুমায়ূন কবিরের পরিবারের সদস্যসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।