বাংলারজমিন
লোহাকুচি সীমান্তে ভারতীয়দের হামলায় নারী-পুরুষসহ ৫ বাংলাদেশি কৃষক আহত
লালমনিরহাট প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, রবিবারলালমনিরহাটের লোহাকুচি সীমান্তে মালদা নদীতে ভারতীয়দের হামলায় ৫ বাংলাদেশি আহত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঘটনাটি ঘটে। বিজিবি ও গ্রামবাসী জানান, কালীগঞ্জের লোহাকুচি সীমান্তে ৯১৯ মেইন পিলারের পাশে মালদা নদীতে বাংলাদেশ অংশে মাছ ধরতে যায় বাংলাদেশি কৃষক মাধব চন্দ্র। এ সময় ভারতের কুচবিহার জেলার সিতাই থানার মালদা গ্রামের লোকজন নোম্যান্সল্যান্ড ভেদ করে বাংলাদেশে অনুপ্রবেশ করে মাধব চন্দ্রকে মারধর করে। মাধব চন্দ্রকে ভারতীয় লোকজন মারপিট করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশি গ্রামবাসীরা ছুটে যায়। এ সময় ভারত-বাংলাদেশ গ্রামবাসীদের মাঝে সংঘর্ষ বাধে। ভারতীয় নাগরিকের হামলায় বাংলাদেশি মাধব চন্দ্র (৪০), গৌরী রানী (২৫), সুন্তি রানী (৬০),বিজয় (১৪), রবি (২০) আহত হয়। হামলার সময় ৯১৯ নাম্বার মেইন পিলারের নিকট ভারতীয় মালদা ক্যাম্পের বিএসএফ সদস্যরা দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে মাধব চন্দ্রকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সীমান্তের ভারতের অংশে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করেছে বলে গ্রামবাসীরা জানান। সীমান্তে সর্তক অবস্থায় রয়েছে বিজিবি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বাংলাদেশের লোহাকুচি ও ভারতের সীতাইর মালদা দুই দেশের গ্রামবাসীদের মাঝে মাছ ধরাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়। কয়েকজন বাংলাদেশি সামান্য আহত হয়। বিএসএসকে কড়াভাবে জবাব দেয়া হয়েছে। এ ঘটনায় ৯১৯ মেইন পিলার পাশে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ ভুল স্বীকার করে। শেষে ভারতীয়দের একটি গরু রাগের মাথায় বাংলাদেশি নিয়ে আসে। সেই গরু পতাকা বৈঠকে ফেরত দেয়া হয় বিএসএফকে।