বাংলারজমিন
এনসিপি’র যাত্রা শুরু, আমরা তাদের শুভকামনা জানিয়েছি: রাকিব
ময়মনসিংহ প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
ময়মনসিংহে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নতুন ছাত্র সংগঠন এনসিপি গঠিত হয়েছে। আমরা তাদের ছাত্র সংগঠন নিয়ে কখনো কটু কথা বলিনি। যেদিন আনুষ্ঠানিকভাবে এনসিপি যাত্রা শুরু হয় সেখানে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সাধুবাদ ও শুভকামনা জানিয়েছি। এই শুভকামনা অব্যাহত থাকবে সকল ছাত্র সংগঠনের প্রতি। তবে যারা গুপ্ত রাজনীতি করে, যারা প্রকাশ্য রাজনৈতিক না করে পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে তাদের প্রতি কোনো শুভকামনা নেই। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সফরে নগরীর নতুন বাজার মোড়ে রাকিব পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাকিব এসব কথা বলেন। তিনি বলেন, সকল ছাত্র সংগঠন যারা প্রকাশ্য দিবালোকে তাদের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মতামত অনুযায়ী ছাত্র রাজনীতি করছে, তারা বাংলাদেশকে বুকে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্রকে সার্বভৌমত্বকে ধারণ করে তাদের জন্য সবসময়ই শুভকামনা রয়েছে। সকল ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতি অব্যাহত থাকবে। আজকের দিনে বিগত সাড়ে ১৫ বছরে বাস্তবতা ভুলে যাই। তাহলে এখানে যারা শতশত নেতাকর্মী শতশত মামলার আসামি, যাদের ব্যক্তিগত জীবন শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য অবশ্যই সংগঠনের দায় রয়েছে। আমরা সেই দায়কে অস্বীকার করতে পারি না। ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০০ কমিটি ইতিমধ্যে ঘোষণা করেছি। আমাদের ইচ্ছা হলো- সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কমিটি করবো। স্টেপ বাই স্টেপ শিক্ষাপ্রতিষ্ঠান, পৌর, উপজেলা, জেলা কেন্দ্রীয় সংসদের কমিটি করবো। সন্ধ্যায় নিজ উপজেলা মুক্তাগাছায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।