বাংলারজমিন
অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-নবীনগরে বাস সার্ভিস চালু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, রবিবার
অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-নবীনগরে বাস সার্ভিস চালু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর-রাধিকা সড়কের ২৪ কি.মি. রাস্তার জন্য যাত্রীদের কাছ থেকে ১২০ টাকা ভাড়া আদায় করা হতো। এই সমস্যা নিরসন কল্পে শনিবার থেকে নবীনগর টু জেলা সদর পর্যন্ত দিগন্ত নামে একটি পাবলিক বাস চালু করা হয়েছে। ফলে জনমনে ফিরেছে স্বস্তি। ফলে সিএনজিচালকদের বাড়তি ভাড়া থেকে রেহাই পেলো যাত্রীরা। বাস সার্ভিস চালু নিয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন- নবীনগরবাসীর জন্য এটি ঈদ উপহার। নবীনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া সদর পাবলিক বাস সার্ভিস চালু সেটি আজ পূর্ণ হলো।