ঢাকা, ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

সুলতানের ভ্যালেন্টাইন উৎসবে ৭ নাটক

স্টাফ রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারmzamin

প্রতি ভালোবাসা দিবসেই দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট নতুন সব নাটক ও গানের আয়োজন করে থাকে। এবারো তাদের ভ্যালেন্টাইন ফেস্টে থাকছে ৭টি নাটক। থাকছে কয়েকটি গানও। এরমধ্যে কিছু কাজ প্রকাশ হয়েছে। কিছু সামনে হবে। নাটকের তালিকার মধ্যে রয়েছে ফারহান আহমেদ জোভান-নীহার নাটক ‘লাভ লাইন’। পরিচালনায় প্রবীর রয় চৌধুরী। জিয়াউল ফারুক অপূর্ব-তাসনিয়া ফারিণ অভিনীত ‘শহরে প্রেমের ঘ্রাণ’ শিরোনামের নাটক প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। পরিচালনা করছেন মেহেদী হাসান জনি। এ ছাড়া ভালোবাসা দিবসে মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান অভিনীত ‘এক নজর না দেখলে তারে’ নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতা জামান। ‘পারবো না ছাড়তে তোকে’ নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। অভিনয় করেছেন জোভান ও সাবরিনা পড়শী। ‘সুইট হানিমুন’ এ অভিনয় করেছেন ফারহান ও তানজীন তিশা। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। জোভান-তটিনীর ‘মন পিঞ্জিরা’ পরিচালনায় করেছেন মাহমুদ মাহিন। ‘একটা ছেলে মনের আঙ্গিনা’ তে অভিনয় করেছেন শাওন ও সাদিয়া আয়মান। পরিচালনায় সকাল আহমেদ। অন্যদিকে সুলতান এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ হচ্ছে বেশ কিছু গানও। এরমধ্যে রয়েছে ইমরান-কনা’র ‘হৃদয় জুড়ে তুমি থাকো’, আভরাল সাহির-পড়শীর ‘তোকে ছাড়া’, খাইরুল ওয়াসীর ‘মন পিঞ্জিরা’। এ ছাড়াও রয়েছেন তানজীর ইভানের গান। সুলতান এন্টারটেইনমেন্টের ম্যানেজিং পার্টনার ও সিইও তানভীর মাহমুদ বলেন, এবার বেশ বড় আয়োজন আমাদের। চলতি সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী-পরিচালকরাই কাজ করেছেন নাটকগুলোতে। তাছাড়া জনপ্রিয় সংগীতশিল্পীদের গানও প্রকাশ হচ্ছে কিছু। আমাদের বিশ্বাস নাটক-গানগুলো ভালো লাগবে সবার। 
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status