খেলা
জয়ে শুরু নাদালের, শিয়াওতেকের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ২:০৪ অপরাহ্ন

পায়ের চোটে যেকোনো সময় থামতে পারে যাত্রা। সেই শঙ্কা নিয়েই লাল সুড়কি বিজয় করেছেন রাফায়েল নাদাল। চুমু এঁকেছেন ব্যক্তিগত ১৪তম রোলাঁ গ্যাঁরো শিরোপায়। ফ্রেঞ্চ ওপেনের ক্লে কোর্ট মাতানো নাদালের উইম্বলডন যাত্রার শুরুটাও হলো অনুমিত। মঙ্গলবার প্রথম রাউন্ডে জয় পেয়েছেন স্প্যানিশ সুপারস্টার। এদিকে প্রথম রাউন্ডে স্ট্রেইট সেটের জয়ে অনন্য রেকর্ড গড়েছেন পোলিশ টেনিস তারকা ইগা শিয়াওতেক।
২০১৯ সালে সবশেষ উইম্বলডন খেলেছেন রাফায়েল নাদাল। করোনার প্রাদুর্ভাবে ২০২০ সালে টুর্নামেন্ট আয়োজন হয়নি। আর ২০২১ আসরে পায়ের চোটের কারণে অংশগ্রহণ করতে পারেননি নাদাল। ফরাসি ওপেনের আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতা নাদাল পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের জয়ের রেকর্ডটা ২২ এ নিয়ে গেছেন। এখন স্প্যানিশ কিংবদন্তির নজর ক্যালেন্ডার স্লামের দিকে। সেই মিশনের শুরুটায় উইম্বলডনের প্রথম রাউন্ডে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দলোকে ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারান নাদাল। আগামীকাল তৃতীয় ধাপে পৌঁছানোর লড়াইয়ে লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসের মুখোমুখি হবেন তিনি।
মেয়েদের এককে ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০, ৬-৩ গেমে হারিয়ে রেকর্ড গড়েন র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় ইগা শিয়াওতেক। পোলিশ তারকার এটি টানা ৩৬তম জয়। ২০০০ সালে টানা ৩৫ জয়ের রেকর্ড গড়েছিলেন মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস।
দিনের অন্যান্য ম্যাচে, দ্বাদশ বাছাই দিয়েগো শোয়ার্ৎজম্যান ৬-৩, ৬-২, ৬-২ হারিয়েছেন স্টেফান কোজলোভকে। সপ্তদশ বাছাই রবার্তো বাউতিস্তা আগুত ৬-১, ৬-০, ৬-৩ হারিয়েছেন আটিলা বালাজসকে। ফরাসি ওপেনের সেমিফাইনালে ওঠা হোলগার রুন বিদায় নিয়েছেন অবাছাই মার্কোস জিরোনের কাছে ৩-৬, ৫-৭, ৪-৬ হেরে।