বিশ্বজমিন
পুতিন নারী হলে কখনো ইউক্রেন আক্রমণ করতেন না: জনসন
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ১:৫২ অপরাহ্ন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পুরুষ না হয়ে নারী হতেন, তাহলে তিনি কখনো ইউক্রেনে আক্রমণ করতেন না। এমন দাবিই করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ইউক্রেনে হামলা চলানোর মতো ‘পাগলামী ও দাম্ভিক’ সিদ্ধান্তটি আসলে ‘বিষাক্ত পুরুষত্বের একটি নিখুঁত উদাহরণ’। আর এই কারণেই ‘ক্ষমতার বিভিন্ন পদে আরও বেশি সংখ্যক নারীদের’ আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে সিটিএ.এম.।
খবরে জানানো হয়, সম্প্রতি জি-৭ এর বার্ষিক সম্মেলনে জার্মানির বাভারিয়াতে একত্র হন এর নেতারা। সেখানেই বৈঠক শেষে জার্মান গণমাধ্যম জেডডিএফকে এই কথা বলেন বরিস। তিনি আরও জানান, জি-৭ দেশগুলো ইউক্রেন যুদ্ধ বন্ধে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাস্তবে সেরকম কোনো চুক্তির সম্ভাবনা নেই। তবে এছাড়া জি-৭ বৈঠকটি অসাধারণ হয়েছে এবং নেতারা আরও কাছে আসতে পেরেছে।
জনসন বলেন, পুতিন কোনো চুক্তি করতে চাইছে না। ফলে ভোলোদিমির জেলেনস্কিও কোনো প্রস্তাব তুলতে পারছে না। তবে রাশিয়া যখন আলোচনা করতে চাইবে তখন ইউক্রেন যাতে ভাল অবস্থানে থাকে সে জন্য পশ্চিমা দেশগুলোকে এখন অবশ্যই ইউক্রেনকে সামরিকভাবে সহযোগিতা করতে হবে।
পাঠকের মতামত
এগিয়ে যান এবং পুতিন তারা শীঘ্রই জয়ী হবে।
একারনেই পুতিন পুরুষ আর আপনি হিজড়া !! ইরাক, আফগানিস্থান ধ্বংস করার সময় আপনার এই ছবক কোথায় ছিল ???
বরিস জনসনের মাথার চুলগুলো উদ্ভট ভাবে এলোমেলো, মাথার ভিতরের মগজটাও ঐ রকমই এলোমেলো।