ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

‘গায়েবি মিটিং’ অস্ট্রেলিয়া যাচ্ছেন বাণিজ্য সচিব

মিজানুর রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার
mzamin

গায়েবি একটি মিটিং দেখিয়ে ৭ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আগামী ১১ই ফেব্রুয়ারি বা তার কাছাকাছি সময়ে তিনি দেশটি সফর করবেন। ফিরবেন ১৮ই ফেব্রুয়ারি বা তার কাছাকাছি সময়ে। সরকারি আদেশে (জিও) বলা হয়েছে ‘প্রিপারেটরি মিটিং অব থার্ড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিফা) ইন অস্ট্রেলিয়া’ শীর্ষক মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন বাণিজ্য সচিব। সঙ্গে যাবেন তার কন্যা দ্যুতি শ্রাবণী ঘোষ। প্রকাশিত সরকারি আদেশ মতে, সচিবের সফরের ব্যয় রাষ্ট্র বহন করবে। আর পিতা হিসেবে সচিব কন্যার সফরের সমুদয় ব্যয়নির্বাহ করবেন। কিন্তু একাধিক কূটনৈতিক সূত্র মানবজমিনকে এটা নিশ্চিত করেছে যে, সচিবের ১২-১৭ই ফেব্রুয়ারি সফরকালে অস্ট্রেলিয়ার সঙ্গে বিদ্যমান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিফা) অধীনে তৃৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুতিমূলক কোনো বৈঠক নেই। এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে ক্যানবেয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আল্লামা সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করে মানবজমিন। তিনিও উল্লিখিত শিরোনামে কোনো বৈঠক না থাকার কথা স্বীকার করেন।

বিজ্ঞাপন
তবে বিস্তারিত না বললেও অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)’র কর্মকর্তা পর্যায়ে বাণিজ্য সচিবের ‘গুরুত্বপূর্ণ অ্যানগেজমেন্ট’ রয়েছে বলে দাবি করেন হাইকমিশনার। 
এ বিষয়ে বাণিজ্য সচিবের বক্তব্য নিতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে এবং দফায় দফায় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সাড়া মেলেনি। 

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সচিবের মেয়ে মেধাবী, পড়াশোনার জন্য তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন- এমনটি সহকর্মীরা আগেই জেনেছেন। মেয়েকে সহযোগিতা করতে সচিব অস্ট্রেলিয়া যাচ্ছেন এবং সেই সুবাদে দেশটির সরকারি পর্যায়ে বৈঠক করবেন বলেও অবহিত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। যে মিটিংয়ের কথা উল্লেখ করে জিও ইস্যু হয়েছে, তা হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে সফর সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রশ্ন রাখেন- অস্ট্রেলিয়ার সঙ্গে তো টিফা চুক্তি বিদ্যমান। এই চুক্তির অধীনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রস্তুতিমূলক মিটিং সচিব পর্যায়ে হবে কেন? তিনি বলেন, তাছাড়া প্রস্তুতিমূলক বৈঠক যে এই মুহূর্তে জরুরি নয়, সেটি অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির বাংলাদেশ হাইকমিশন জানে। তাই জিওতে উল্লেখিত বৈঠক না পেয়ে তারা বিকল্প বৈঠকের চেষ্টা করছে বলে দাবি করেন ঢাকার ওই কর্মকর্তা। তার বয়ান মতে, সফরের বেশির ভাগ সময় বাণিজ্য সচিব সিডনিতে কাটবেন। সেখানে বিডার আদলে থাকা একটি বাণিজ্য সংগঠনের  (লোকাল ট্রেড বডি) সঙ্গে সচিবের বৈঠক নিশ্চিত হয়েছে। আগামী ১৩ই ফেব্রুয়ারি  বৈঠকটি হবে। 

তাছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীদের সঙ্গেও সচিবের মতবিনিময় হবে। সরকারি একটি সূত্র জানায়, যে মিটিং উল্লেখ করে সচিবের সফর সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়েছে সে বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তারা বাংলাদেশ সরকারের কাছে আগ্রহসহকারে বিষয়টি জানতে চেয়েছেন। 

উল্লেখ্য, কৃচ্ছতা সাধনে সরকারি কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র ছাড়াও এ সংক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক অনুশাসন বা নির্দেশনা জারি রয়েছে। ২রা জুলাই ২০২৩ সালে জারি হওয়া পরিপত্রে খোলাসা করেই বলা হয়েছে, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, দেশকর্তৃক প্রদত্ত স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স বা পিএইচডি কোর্স অধ্যয়ন, বিদেশি সরকার, প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে সম্পূর্ণ বিদেশি অর্থায়নে বিদেশ সফর এবং পরামর্শক প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যতীত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের বিদেশ সফর বন্ধ থাকবে। অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমানে বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেয়া পর্যন্ত কর্মকর্তাদের ভ্রমণ, সেমিনার, ওয়ার্কশপ উপলক্ষে বিদেশযাত্রা এখনো বন্ধ বা পরিপত্রটি বলবৎ রয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা রাতে মানবজমিনকে নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

সরকারের ভিতরে যদি দুর্বলতা থাকে তখন তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ক্ষমতার অপব্যবহার করে এভাবেই রাষ্ট্রের টাকা তসরুফ করে চলছে একটি বিশেষ সুবিধাভুগী মহল। উল্লেখ্য, সব জেনেও কারোরই কিছু করার নেই কারণ, সর্বোচ্চ মহলই দুর্নীতি গ্রস্থ।

md kamal hossian
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৮:৫১ অপরাহ্ন

এমনি ছিলাম এমনি আছি আর এমনি থাকব, আমাদের কোন পরিবর্তন হবে না। আমরা এমনি জাতি শুধুমাত্র কথাই জিতার জন্য মিথ্যা বলি সেখানে এর চেয়ে ভাল আর কি হতে পারে।

Abu Shahin
৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৪:৩৯ পূর্বাহ্ন

উনি আলুর দাম সর্বোচ্চ ৩৬ টাকা নির্ধারণ করে বিদেশ সফরে চলে গিয়েছিলেন। কিন্তু দেশের মানুষ আলু খেয়েছে ৭০ টাকায়। কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়নি বাণিজ্য মন্ত্রণালয়। রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদক পাওয়ার জন্য কোনো যাচাই বাছাই না করে একজন অখ্যাত ব্যাক্তিকে পদকের জন্য তিনি সুপারিশ করেছিলেন যা নিয়ে দেশে সমালোচনা হয়েছিল প্রচুর। দেশে ডলারের সংকটে এ ধরনের ভ্রমণ বন্ধ করা উচিত। কিন্তু তিনি যে ক্ষমতাবান, কে ঠেকাবে তার এ বিদেশ সফর?

Abul Kashem Chowdhur
৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ২:৩৬ পূর্বাহ্ন

এই কান্তি সাহেবদের কারনে বিনাভোটে ক্ষমতায় আছেন এত এব কেউ কিছু করতে পারবেন্না !! এদের শিকড় দিল্লিতে !!!

Imran
৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১:৫২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের বাণিজ্য সচিব এর সাথে বৈঠক করবেন!

কান্তি
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ১১:২৫ অপরাহ্ন

No one will do anything about it. He is powerful. That is why he is in that position.

Aronno Hassan
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৮:৪০ অপরাহ্ন

দিল্লির সচিব উনি, রুখবার সাধ্য কার ?

Harun
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৮:৩৮ অপরাহ্ন

প্রায় সময় পত্রিকায় দেখি মন্ত্রণালয়ের কর্মকর্তা রা অকারণে কিংবা ছোট কাজে বড় প্রোগ্রাম দেখিয়ে দেশের অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণ করেন। এসব বন্ধ হওয়া দরকার।

Rezaul
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৭:৫৮ অপরাহ্ন

ভাই আপনারা পারেনও। উনি সচিব মানুষ । উনি যাবেন না তো আপনারা যাবেন? এই অল্প কয়টা টাকা উনি খরচ করে আসুক মজা করুক আপনারা সবাই চুপ করে বসে থাকেন তো । এত কোথা কয়েন না । এগুলো তেমন কিছু না ।

আম জনতা
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৪:৪৯ অপরাহ্ন

মনে হচ্ছে ইনি একজন ‘স্মার্ট‘ সচিব।

রবিন
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৩:২৬ অপরাহ্ন

এখানেই দাদাদের দাদা গিরি! আরও দেখার অপেক্ষা রইলাম!

সাঈদ
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৬:০৪ পূর্বাহ্ন

ক্ষমতার অপব্যবহার করে এভাবেই রাষ্ট্রের টাকা তসরুফ করে চলছে একটি বিশেষ সুবিধাভুগী মহল। উল্লেখ্য, সব জেনেও কারোরই কিছু করার নেই কারণ, সর্বোচ্চ মহলই দুর্নীতি গ্রস্থ।

দয়াল মাসুদ
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৫:৩৭ পূর্বাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে 'Zero Step'!

তপু
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৩:১৬ পূর্বাহ্ন

সরকারের ভিতরে যদি দুর্বলতা থাকে তখন তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়

মো: ফারুক
৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১১:১৮ অপরাহ্ন

ভাই "মানব জমিন" আপনারা এত খোড়া খুড়ি করেন কেন ? আপনাদের নিয়ে আর পারা যায় না।

ন্যাড়া
৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১০:১৯ অপরাহ্ন

দুদক কোথায় লুকিয়ে আছে এখন।

মমিনুল হক
৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৯:৪৯ অপরাহ্ন

সময় সবচেয়ে বড় শিক্ষক ও প্রকৃত সত্য প্রকাশ হবে বলে মনে করি।

Azmal Hossain
৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৯:০৮ অপরাহ্ন

সচিব মানুষ। মেয়েকে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি করবেন। ছুটি নিয়ে নিজের খরচে যেতে পারতেন। সচিবের মন মানসিকতার যদি এই অবস্থা হয় , তাহলে আম জনতাকে দোষ দিবেন কিভাবে।

লিটন
৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৭:৩০ অপরাহ্ন

সচিব তার হ্যাডম দেখাইছে!

Md.Monsur Alam
৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৬:০৪ অপরাহ্ন

তো? মাথাটাকে না ধরে পুটি মাছকে ধরপন কেন? বড়টাকে ধরার সাহস নেই,তাই?

ফজুমুন্সী
৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ২:০৫ অপরাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status