ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শরীর ও মন

পুনরায় চুল গজানোর পরীক্ষিত ওষুধ মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন ৫%/২% মাত্রায়

অধ্যাপক ডা. এসএম বখতিয়ার কামাল
২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার

১. মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন কি?
-মিনোক্সিডিল টপিক্যাল হচ্ছে প্রথম ও একমাত্র  USFDA কর্তৃক স্বীকৃত টপিক্যাল সলিউশন যা পুরুষ ও মহিলাদের পুনরায় চুল গজানোর জন্য ডাক্তারি পরীক্ষা ও গবেষণায় প্রমাণিত ওষুধ। 
২. এটা কি বংশগত চুল পড়া বন্ধ করতে সাহায্য করে?
-যথাযথ রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা করতে পারলে এটা বংশগতভাবে চুল পড়া বন্ধ করতে সহায়তা করে বা অনেকেই এই চিকিৎসার মাধ্যমে উপকৃত হয়েছেন।
৩. এটা কীভাবে কাজ করে?
-প্রথমেই বলে রাখি বংশগত বা জেনেটিক কারণে চুল পড়া স্বাভাবিক ব্যাপার। তবে বংশগত বা জেনেটিক কারণে চুল পড়ার ক্ষেত্রে বংশগত, হরমোন এবং বয়স একত্রিতভাবে চুলের ফলিকলগুলোকে সংকুচিত করে ফেলে যা চুলের বৃদ্ধি চক্রকে সংক্ষিপ্ত করে ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু চুলের সক্রিয় বৃদ্ধি পর্যায় সংক্ষিপ্ত হয়ে আসে এবং রেস্টিং ফেইজ দীর্ঘ হয় সেহেতু চুলের বৃদ্ধি থেমে যায়। গবেষণায় দেখা যায়, মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন পার্শ্বীয়ভাবে চুলের ফলিকগুলোকে বৃদ্ধি করার মাধ্যমে চুলের বৃদ্ধি পর্যায়কে সংক্ষিপ্ত করে। যা চুলকে লম্বা ও ঘন করতে সহায়তা করে। এ ছাড়া এটি রক্ত চলাচল বাড়িয়ে দেয়, যা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।
৪. এটা ব্যবহার কি আপনার জন্য সঠিক?
-মিনোক্সিডিল টাকের জন্য ব্যবহৃত হয়। কিন্তু এটা ব্যবহারের পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো আপনাকে সহায়তা করতে পারে। 
- আপনার পরিবারের অথবা বংশের কোনো পুরুষ বা মহিলার চুল পড়া বা টাক সমস্যা থাকলে।
- গোসলের সময় বালিশে অথবা চিরুনিতে আগের চেয়ে বেশি চুল পড়তে দেখলে।
- চুল পড়ার কারণে ফাঁকা হয়ে যাওয়া অংশ ঢাকতে চুলের স্টাইল পরিবর্তন হলে। যদি উপরে উল্লেখিত দু’বার বা তার বেশি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আপনি বংশগত টাক সমস্যায় ভুগছেন। 
৫. মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া কি কি?
- এটা ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া তেমন নেই। তবে কেউ কেউ মাথার তালুতে আলতোভাবে ও চুলকানিজনিত অস্বস্তিবোধ করতে পারেন।
৬. সর্ববয়সের মানুষ কি মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন ব্যবহার করতে পারেন?
- সাধারণত এই সলিউশনটি ১৮ বছরের নিচে ও ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যবহার করা উচিত নয়।
৭. মিনোক্সিডিল টপিক্যাল ড্রপার বা মিক্স কীভাবে ব্যবহার করতে হবে?
- মাথার যে স্থানে চুল পড়ে সেই স্থানে ড্রপার দিয়ে ১ মি. লি. করে অথবা ৮-১০টি স্প্রে দিনে ২ বার প্রয়োগ করতে হবে। প্রতিদিন সকালে ও রাতে ২ বার মাথায় ত্বকের উপরিভাগে চুলের হারানো অংশে প্রয়োগ করুন।

বিজ্ঞাপন
রাতে ঘুমানোর পূর্বে ২-৪ ঘণ্টা পূর্বে ব্যবহার করতে হবে যেমন এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। তবে ব্যবহারে চুল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এর ফল পেতে কমপক্ষে ৪ মাস সময় লাগবে। 
৮. মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন যে আপনার চুলে কাজ করছে তা বুঝবেন কীভাবে?
-কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন কাজ করছে কিনা। উদাহরণস্বরূপ, ব্যবহারের দুই সপ্তাহে ক্ষণস্থায়ীভাবে চুল পড়া কিছুটা বেড়ে যেতে পারে। এর অর্থ এই যে, চুলের নতুন বৃদ্ধি পর্যায় শুরু হয়েছে এবং পুরনো চুলগুলো নতুন চুলকে জায়গা করে দিচ্ছে। এর কিছুদিনের মধ্যেই আপনি আপনার চিরুনি, বালিশ, তোয়ালে ও গোসলের সময় কম চুল পড়া লক্ষ্য করবেন। তবে মনে রাখতে হবে, এটা ব্যবহারে একই রকম সাফল্য সবাই পায় না। 
৯. কতোদিন ব্যবহার করতে হবে?
-যাদের বংশগত টাক রয়েছে তাদের নতুন চুল গজানোর প্রক্রিয়া হিসেবে নিয়মিত ও রুটিনমাফিক ব্যবহার চালিয়ে যেতে হবে। তবে ডাক্তারের পরামর্শই শ্রেষ্ঠ। 
১০. এই ওষুধ ব্যবহারের সময় কি অন্যান্য স্টাইলিং উপকরণ যেমন- স্প্রে, জেল ও চুলে কি রং করা যাবে?
- ব্যবহার করা যাবে তবে মিনোক্সিাড টপিক্যাল সলিউশন ব্যবহার করার পর চুল শুকালে আপনি স্প্রে, জেল ও চুলে রং করতে পারবেন। এ ছাড়া কোমল ও সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। এমন একটি শ্যাম্পু ব্যবহার করুন যা আপনার চুল পরিষ্কার করবে এবং এমন কন্ডিশনার ব্যবহার করা উচিত যেটি হালকা ও চুলকে নিস্তেজ করবে।

শেষ কথা: তবে সর্বোত্তম চিকিৎসা হচ্ছে মিনোক্সিডিল টপিক্যাল সলিউশনে ৫%/২% এর সঙ্গে PRP থেরাপি নেয়া।

লেখক: হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, ফার্মগেট, ঢাকা। 
মোবাইল-০১৭১১৪৪৫৫৮

 

পাঠকের মতামত

The cell phone number is wrong. one digit short.

Sayad
৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ১১:১২ অপরাহ্ন

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status