কলকাতা কথকতা
পাহাড়ে উৎসবের মেজাজে নির্বাচন, রাজ্যে চলছে উপনির্বাচন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৫ অপরাহ্ন
পাহাড়ে গোর্খা টেরি টরিয়াল এডমিন্সট্রেশন বা জিটি-এর নির্বাচন, শিলিগুড়ি মহাকুমা পরিষদের নির্বাচন আর সমতলে বিভিন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই ফুরফুরে মেজাজ। দার্জিলিং, কারশিয়ং, কালিম্পং, মালবাজার এর মানুষ রঙ-বেরঙের জামা-কাপড় পরে ভোট দিচ্ছেন। শিলিগুড়ি মহাকুমা পরিষদে ৯টি আসন। ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন এবং পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনের জন্য লড়াই চলছে। মোট ভোটার পাঁচ লক্ষ ২৭ হাজার ৯৩০ জন। সমতলে পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায় তাঁর ছেড়ে যাওয়া আসনে, নিহত তপন কান্দুর ঝালদার আসনে, সল্ট লেকের দুটি আসনে এবং ভাটপাড়ায় উপনির্বাচন হচ্ছে। পাহাড়ে জিটিএ নির্বাচনে বিজেপি লড়ছে না। নেই জিএনএলএফও। নজর তাই তৃণমূল কংগ্রেস ও হামারো পার্টির দিকে। এদিন ত্রিপুরার উপনির্বাচনের গণনা হচ্ছে। দু রাউন্ড শেষে এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি লড়ছেন টাউন বর্দ ওয়ালি থেকে। ত্রিপুরা উপনির্বাচনে তৃণমূল কেমন ফল করে, বামেরা হারানো জায়গা ফিরে পায় কিনা সেটাই দেখার।