ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জে বন্যাদুর্গতদের পাশে নরসিংদীর ছন্দু মিয়া ফাউন্ডেশন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
২৫ জুন ২০২২, শনিবার
mzamin

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকার বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের সাইদুর রহমান সরকার (ছন্দু মিয়া) ফাউন্ডেশন। গতকাল ছন্দু মিয়া ফাউন্ডেশন ও ফ্ল্যাক্সেন ড্রেস মেকার লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফাইজুর রহমান সরকারের তত্ত্বাবধানে ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন-এর সার্বিক সহযোগিতা উপজেলার বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রায়পুরের কৃতি সন্তান প্রয়াত সাইদুর রহমান সরকার (ছন্দু মিয়া) ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ছন্দু মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফাইজুর রহমান সরকার (আ. বাছেদ) নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও শহীদ মিনার নির্মাণসহ সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ চলাকালেও তিনি নিজ জেলা নরসিংদীর পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও চাল, ডাল, তৈল, পিয়াজ, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও মাদ্রাসার এতিম ছাত্রদের মুখে হাসি ফোটাতে ঈদের নতুন পোশাক উপহার দিয়ে থাকেন তিনি। ইতিপূর্বে ফাইজুর রহমান সরকার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির বিপিএম, পিপিএম এর নিকট নতুন গাড়ি হস্তান্তর করেন। ফাইজুর রহমান সরকার বলেন, সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের নিজ উদ্যোগে মানুষের ভাগ্য পরির্বতনে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নয়নমূলক কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। আমার বাবা প্রয়াত সাইদুর রহমান সরকার (ছন্দু মিয়া) মহান মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের জন্য নিজের অর্থ, শ্রম, মেধা দিয়ে মুক্তিযুদ্ধের সময় নিজ বাড়িতে লঙ্গরখানা খুলে মুক্তিযোদ্ধাদের খাবার-দাবার পরিবেশন করতেন।

বিজ্ঞাপন
মুক্তিযোদ্ধাদেরকে সুসংগঠিত করে ভারতে পাঠাতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি দেশের উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজ করে সুনাম অর্জন করেন। ফাইজুর রহমান বলেন, এ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে ছিল, সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাবে। প্রয়াত সাইদুর রহমান সরকার ছন্দু মিয়ার ঐতিহ্য ধরে রাখতে তার সন্তানরা এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক ভালো কাজ করে সুনাম অর্জন করেছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status