ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বৃষ্টির জন্য ফরিয়াদ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই বৃষ্টির আশায় মিরসরাই উপজেলার আটশত বছরের পুরাতন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের সমানের খোলা  মাঠে বিশেষ নামাজ  ইস্তিসকার আদায় করেছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় মসজিদ চত্বরে খোলা আকাশের নিচে ফাঁকা 
মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত  মুসল্লি অংশগ্রহণ করেন।
সোনাগাজী
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরছান্দিয়া চট্টগ্রাম সমাজের উদ্যোগে উত্তর চরচান্দিয়া চৌধুরী পুকুর পাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গরমে স্বস্তির বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার ও দোয়ার আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টায় মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া ও সালাতুল ইস্তিসকার ইমামতি করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রভাষক প্রবীণ আলেম মাওলানা মনির আহমদ। এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত শত শত মুসল্লি নামাজ ও দোয়ায় অংশগ্রহণ করে মহান আল্লাহর নিকট কান্নায় ভেঙে পড়ে বৃষ্টির জন্য দোয়া করেন।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: তীব্র দাবদাহে পুড়ছে চাঁপাইনবাবগঞ্জ।

বিজ্ঞাপন
মাথার উপর গনগনে সূর্য্য প্রকৃতির বুকে যেন আগুন ঢালছে। সূর্য্যরে প্রখরতায় টানা কয়েকদিন ধরেই বাড়তি তাপমাত্রার পারদ। অনাবৃষ্টির কবলে ওষ্ঠাগত প্রাণ। চারপাশে দেখা দিয়েছে শুষ্ক আর রুক্ষ ভাব। প্রান্তিক খেটে যাওয়া মানুষের জীবনযাত্রায় পড়েছে প্রভাব। কৃষি নির্ভর জেলা চাঁপাইনবাবগঞ্জে এই দাবদাহ আর অনাবৃষ্টিতে ফসলের মাঠ হয়ে উঠেছে বিবর্ণ। খরায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল ও সেচ পাম্পে পানি উঠছে না। নিরাপদ পানির সংকটও দেখা দিয়েছে। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় গতকাল চাঁপাইনবাবগঞ্জের ৪টি স্থানে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছে ইমাম ও মুসল্লিরা। জুমার নামাজ শেষে প্রতিটি মসজিদে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। 
দৌলতপুর
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে কুষ্টিয়ার দৌলতপুরে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল সকাল ১০টায় উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেন এলাকার হাজারো মুসল্লি। এ সময় বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করেন এবং নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: তীব্র দাবদাহ, ঝাঁঝালো রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ কুয়াকাটার সাগপাড়ের সাধারণ মানুষ। প্রখর রোদ আর অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। 
তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে কুয়াকাটা বঙ্গবন্ধুর মাধ্যমিক বিদ্যালয় মাঠের খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ ও দোয়া করেছেন সাগরপাড়ের মানুষ। নামাজ শুরুর পূর্বে ইমাম সাহেব সকলকে তার পরনের পোশাক উল্টিয়ে নিতে বলেন।

রায়পুরা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: তীব্র দাবদাহে গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য নরসিংদীর রায়পুরায় ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করেছেন মুসল্লিরা। গতকাল সকালে রায়পুরা পৌরসভা মাঠে মুসল্লিদের অংশগ্রহণে এই নামাজ আদায় করা হয়। সেখানে মুসল্লিরা বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করেছেন।

 

 

 

 

 

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status