ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শাহজাদপুরে দুইজন ডাক্তার দিয়ে চলছে লাখ লাখ মানুষের চিকিৎসা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৭ মে ২০২৪, মঙ্গলবার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এগারোজন চিকিৎসকের মধ্যে নয়জনই নেই। ৫১ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগে শহরমুখী হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্বাস্থ্য কমপ্লেক্সে এখন কর্মরত রয়েছেন তিনজন। এদের মধ্যে একজন হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যিনি অফিসিয়াল কাজে সবসময় ব্যস্ত থাকেন। হাসপাতাল সূত্র অনুসারে-একজন সার্জন, মেডিসিন বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও ৬ জন মেডিকেল অফিসার নেই এ স্বাস্থ্য কমপ্লেক্সে। মাত্র দু’জন চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ৬ লাখ ২০ হাজার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে সকাল প্রায় ৯টা পর্যন্ত থাকে ডাক্তারশূন্য। গতকাল সরজমিন দেখা যায়, দুটি ওয়ার্ডে দুপুর পর্যন্ত ৫৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ৩০, মহিলা ২০ এবং শিশু ৪ জন। দুইজন মেডিকেল অফিসারের সার্বক্ষণিক এই ৫৪ জন রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

বিজ্ঞাপন
ফলে আউটডোরে রোগী দেখা বন্ধ হয়ে গেছে। আউটডোরে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে বা ইনডোরে সেবা কার্যক্রম চলমান আছে। তবে চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা সেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। রোগীরা হাসপাতালে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না বিষয়টি স্বীকার করে ডা. শারমিন আলম বলেন, ডাক্তার সংকটের কারণে রোগীদের প্রায়ই অন্য হাসপাতালে রেফার করে দেয়া হচ্ছে।

জরুরি ভিত্তিতে ডাক্তার দেয়ার জন্য সিভিল সার্জনের মাধ্যমে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত এই সমস্যা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোসহ সামনের জেলা উন্নয়ন মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করবো। অপরদিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি শিগগির স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসক আমরা পাবো।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status