ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মধ্যনগরে প্রতিবন্ধী পরিবার চায় গৃহ সহায়তা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
৭ মে ২০২৪, মঙ্গলবার

‘আমরার থাকবার কোনো ঘর নাই। বাচ্চার বাফে বাজারে ফলের ব্যবসা করইন দেইক্ক্যা একটা ছোট্ট বাসায় ভাড়া থাহি। ট্যাহার অভাবে মাঝে-মধ্যে বাসার ভাড়া দিতাম হারি না। আমরার (আমাদের) থাহার লাগি একটা ঘর খুবই দরহার’-এমনটাই বলছিলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের মাকরদি গ্রামের গৃহহীন প্রতিবন্ধী শিলু রানী ভৌমিক (৩৫)। তার স্বামী স্বদেশ সরকার (৪৪) শারীরিক প্রতিবন্ধী ও একমাত্র সন্তান সন্দ্বীপ সরকার (১০) দৃষ্টি প্রতিবন্ধী। 
জানা যায়, শারীরিক প্রতিবন্ধী স্বদেশ সরকারের স্ত্রী শিলু রানী ও তাদের একমাত্র সন্তানও প্রতিবন্ধী। স্বদেশের বাড়িতে কোনো বসতঘর নেই। সে আগে পার্শ্ববর্তী মনাই নদীতে খেয়া পারাপার করতো। এতে সংসার চলে না বিধায় বিগত কয়েক বছর ধরে বংশীকুণ্ডা বাজারে ফুটপাথে ফলের ব্যবসা করে সংসার চালায়। প্রতিবন্ধী স্বদেশ সরকার জানান, আমার পুরো পরিবার প্রতিবন্ধী। আমার বংশীকুণ্ডা বাজারের ফুটপাথে ছোট্ট একটি ফলের দোকান রয়েছে।

বিজ্ঞাপন
দোকান থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই। এ ছাড়াও আমাদের পরিবারের সকলেই প্রতিবন্ধী ভাতা হিসেবে সরকার থেকে যে টাকা পাই তা দিয়ে কোনো রকম দিন চলে। আমার কোনো বসতঘর নেই। বাড়িতে বসতঘর নির্মাণের জন্য পর্যাপ্ত কোনো জায়গাও নেই। আমার একটি বসতঘর খুবই প্রয়োজন।
বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, আমি স্বদেশ সরকারের পরিবার সম্পর্কে জানি। তাদের সকলকেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্য সকল সুযোগ-সুবিধা তাদের প্রদান করা হয়। তাদের বসতঘরের বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও অতীশ দর্শী চাকমা জানান, আমি প্রতিবন্ধী গৃহহীন পরিবারটি সম্পর্কে জেনেছি। এ বিষয়ে কোনো কাগজপত্র পাইনি। কাগজপত্র পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status