ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

নতুন তফসিল ঘোষণা

ডিপজল-সেলিম খানের প্রার্থিতা বাতিল

স্টাফ রিপোর্টার
২৪ জুন ২০২২, শুক্রবার
mzamin

চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২১শে মে। কিন্তু ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে করা এক রিট পিটিশনের কারণে নির্বাচন স্থগিত হয়। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচনের নতুন তারিখ ও তফসিল ঘোষণা করেছে। একইসঙ্গে নতুন তালিকায় অভিনেতা ডিপজল, প্রযোজক সেলিম খানসহ কয়েকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী আগামী ২০শে আগস্ট নির্বাচন হবে। ভোট গ্রহণের স্থান এফডিসি’র জহির রায়হান মিলনায়তন। এবারের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের আরও দুই উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মো. আমিনুল ইসলাম। নির্বাচনের চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৪ঠা আগস্ট। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের পর নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ই আগস্ট। ২০শে আগস্টের নির্বাচনে প্রথম কার্যনির্বাহী সদস্যের নির্বাচন করা হবে। তাদের ভোটে সভাপতি, ২ জন, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ২ জন, সহকারী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচন করা হবে। এটি করা হবে ২২শে আগস্ট। নির্বাচনের ফল নিয়ে আপিল করা যাবে ২৫শে আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২৮শে আগস্ট বিকাল ৪টায়। জানা যায়, সেলিম খান ও ডিপজল চাইলে পুনরায় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। কারণ তাদের প্রার্থিতা মূলত: মনোনয়নপত্রে থাকা প্রাস্তবকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় বাতিল করা হয়েছে। বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন নিয়ে মামলা-মোকাদ্দমার কারণে ২০১২ সালের পর থেকে প্রশাসক দিয়ে চলছিল। ২০১৯ সালের ২৭শে জুলাই নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status