বিনোদন
নতুন তফসিল ঘোষণা
ডিপজল-সেলিম খানের প্রার্থিতা বাতিল
স্টাফ রিপোর্টার
২৪ জুন ২০২২, শুক্রবার
চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২১শে মে। কিন্তু ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে করা এক রিট পিটিশনের কারণে নির্বাচন স্থগিত হয়। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচনের নতুন তারিখ ও তফসিল ঘোষণা করেছে। একইসঙ্গে নতুন তালিকায় অভিনেতা ডিপজল, প্রযোজক সেলিম খানসহ কয়েকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী আগামী ২০শে আগস্ট নির্বাচন হবে। ভোট গ্রহণের স্থান এফডিসি’র জহির রায়হান মিলনায়তন। এবারের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের আরও দুই উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মো. আমিনুল ইসলাম। নির্বাচনের চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৪ঠা আগস্ট। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের পর নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ই আগস্ট।