বিশ্বজমিন
নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রায় ৪০ কোটি ডলার বিতরণ করবে মালয়েশিয়া
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ২২ জুন ২০২২, বুধবার, ৫:৩৩ অপরাহ্ন

দেশে দেশে বাড়ছে খাদ্য ও জীবনধারণের খরচ। এর প্রেক্ষিতে মালয়েশিয়ায় নিম্ন আয়ের মানুষদের জন্য সরকার ১৭৪ কোটি রিঙ্গিত বা ৩৯ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার নগদ অর্থ বিতরণ করবে। জনগণের কষ্ট লাঘবে এ মাস থেকেই এই সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বছর রান্নার তেল খাতে সরকার ৪০০ কোটি রিঙ্গিত ভর্তুকি দেয়ার পরিকল্পনা নিয়েছে। এই বাজেট আরও বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ১লা জুলাই থেকে কিছু বোতলজাত রান্নার তেলের ওপর থেকে ভর্তুকি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ, এই প্রক্রিয়ায় এর সঙ্গে জড়িত শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়মের লঙ্ঘন করে। এর ফলে পাচারের ক্ষেত্রও সৃষ্টি হয়।