বিনোদন
‘মানুষ হিসেবেও মৌসুমী বড় মাপের’
স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
মৌসুমী কতো বড় মাপের অভিনেত্রী সেটা তার সঙ্গে কাজ না করা পর্যন্ত কেউ বুঝবেন না। শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও মৌসুমী বড় মাপের। এভাবেই কথাগুলো বলছিলেন পরিচালক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর।
এরইমধ্যে মৌসুমীকে নিয়ে তিনি শেষ করেছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ। এটিই মৌসুমী অভিনীত প্রথম কোনো ওয়েব সিরিজ। এ অভিনেত্রীর কন্ট্র্যাক্টে বিয়ে করা নিয়ে সিরিজের গল্প এগিয়েছে। বেশ ভালো আয়োজনের এই সিরিজ প্রসঙ্গে মৌসুমী বলেন, আমি যুক্তরাষ্ট্রে এসেছিলাম। সে সময় হাসান জাহাঙ্গীর ভাই এ সিরিজটির প্রস্তাব করেন। গল্প ও চরিত্র ভালো লেগে যাওয়ায় কাজটি করি। বেশ সুন্দর আয়োজনের কাজ হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। এদিকে মৌসুমীতে মুগ্ধ হাসান জাহাঙ্গীর বলেন, মৌসুমীকে প্রিয় দর্শিনী এমনিতেই বলা হয় না। বলা হয় তার অভিনয় দক্ষতার জন্য। পাশাপাশি ব্যক্তি মৌসুমী যে কতোটা বড় মনের সেটা বলে বোঝাতে পারবো না।
তার সঙ্গে কাজ না করলে অনেক কিছু অজানাই থেকে যেতো। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এর গল্পই এর প্রধান শক্তি। মৌসুমী অসাধারণ কাজ করেছেন। সব মিলিয়ে আমি আশাবাদী এটি নিয়ে। আমেরিকার সেস প্রডাকশনের ব্যানারে ম্যানহাটন, জ্যামাইকাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় সিরিজটির শুটিং হয়েছে।
পাঠকের মতামত
Haat a kaaj na thakle arokom bosta pocha kaaj korte hobe?? Mousumi'r asob manai na.