বিনোদন
চার ছবির অপেক্ষায় সুষমা
সুজন নাজির
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
সুষমা সরকার। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার তার। টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন নিয়মিত। শুরুতে টেলিভিশন নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রে বেশি মনোযোগী। তার অভিনীত ৪টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো- আমিনুর রহমান পার্থ পরিচালিত সরকারি অনুদানের শিশুতোষ সিনেমা ‘ভোর’, নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, রফিকুল আনোয়ার রাসেলের সরকারি অনুদানের ছবি ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ ও লিটন কর পরিচালতি ‘আইসিইউ’। এ ছাড়াও সানী সানোয়ারের ‘এষা মার্ডার’ সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি। আগামী বছর পর্যায়ক্রমে সিনেমাগুলো মুক্তি পাবে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও অভিনয় চালিয়ে যাচ্ছেন সুষমা। আগামী ১৭ই ডিসেম্বর থেকে মাছরাঙা টিভিতে শুরু হচ্ছে তার অভিনীত দীর্ঘ ধারাবাহিক ‘ক্যাম্পাস’। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা গল্প উঠে আসবে এই নাটকটিতে। নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এ ধারাবাহিকে বাংলার অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন সুষমা। চলমান কাজ নিয়ে সুষমা সরকার বলেন, এখন সিনেমাতেই মনোযোগী। তবে নাটকের কাজও করছি। অনেক দিন পর একটা ভালো সিরিয়ালে যুক্ত হয়েছি। ‘ক্যাম্পাস’ ধারাবাহিকের গল্পটা দারুণ। বর্তমান প্রজন্ম গল্পটি দারুণভাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন, সব মাধ্যমের জন্যই আমি প্রস্তুত। তবে, কনটেন্টটা গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের যুগে ভালো কনটেন্ট না হলে কেউ দেখে না। ওটিটি প্ল্যাটফরম চরকির একটি কাজের সঙ্গেও যুক্ত হয়েছি সম্প্রতি। তবে, সুষমা পরিচালক ও কাজের নাম উল্লেখ করতে নারাজ ছিলেন। এ অভিনেত্রী নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চেও নিয়মিত সময় দেন। তিনি দেশ নাটক নাট্যদলের একজন সক্রিয় কর্মী। তার অভিনীত বেশ কয়েকটি মঞ্চনাটক এখন চলমান আছে।