বিনোদন
শাহরুখের শুভ কামনা
বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার
সমুদ্রের ধারে শুয়ে আছেন হৃতিক রোশন। বুকের উপর উঠে হৃতিকের ঠোঁটে ঠোঁট রেখেছেন স্বল্পবসনা দীপিকা। এটি ‘ফাইটার’ ছবির এমন দৃশ্য। এমন ঘনিষ্ঠ ছবি দেখে শাহরুখ লিখলেন, এ রকম ম্যাজিক তোমরাই করতে পারো। সিদ্ধার্থ আনন্দই তোমাদের নিয়ে এ রকম দারুণ ছবি বানাতে পারে। তোমাদের সাফল্য কামনা করছি। প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই ছিলেন শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির পরিচালক।