অনলাইন
ময়মনসিংহে ছোটভাইয়ের দায়ের কোপে বড়ভাই নিহত
স্টাফ রিপোটার, ময়মনসিংহ থেকে
(৩ বছর আগে) ২২ জুন ২০২২, বুধবার, ৩:০২ অপরাহ্ন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা গ্রামে ছোট ভাই সিয়াম মিয়ার (১৯) দায়ের কোপে নিহত হয়েছেন বড় ভাই জার্মান মিয়া (২৪)। ঘটনার পর থেকেই ঘাতক ছোট ভাই পলাতক রয়েছেন। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার ওসি মুস্তাসিনুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জার্মান মিয়া মুগটুলা গ্রামের মো নুমান মিয়ার ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান ও স্থানীরা জানান, নিহত জার্মান মিয়া মাদকাসক্ত ছিলেন। গতরাতে মাদকের টাকা যোগাড় করতে পরিবারের একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেয় ছোট ভাই সিয়াম মিয়া । পরে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে বড় ভাইকে ধারালো দা দিয়ে কোপ দেয় ছোট ভাই। পরে গুরুতর আহত অবস্থায় জার্মানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই মারা যায় সে। এ ঘটনায় থেকে অভিযোগ পেলেই মামলা রজু করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মোস্তাসিনুর রহমান।