প্রথম পাতা
ডেঙ্গুতে নতুন ৫৩৭ রোগী শনাক্ত ২ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবারগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে ডেঙ্গুতে এবছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৩ জনে। এ সময়ে আরও ৫৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে তিনগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১ লাখ ৮ হাজার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৭ হাজার ৪০৬ জন। মৃত ১ হাজার ৬৪৩ জনের মধ্যে নারী ৯৪০ জন এবং পুরুষ ৭০৩ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৬৯৪ জন এবং রাজধানীতে ৯৪৯ জন।
ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫৩৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৮ জন এবং ঢাকার বাইরে ৪২৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৭৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৯৬ জন। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৪৯৬ জন এবং নারী ১ লাখ ২৬ হাজার ৬৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১১ হাজার ৯৪৬ জন। ডিসেম্বরের ৭ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২৬৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ২১ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। বর্তমান রোগীর চেয়ে আরও ১০ গুণ বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।