কলকাতা কথকতা
মমতাকে ৬০০ কেজি রাজশাহীর আম পাঠালেন প্রধানমন্ত্রী, আম গেল কোবিন্দ - মোদির কাছেও
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১১ মাস আগে) ২২ জুন ২০২২, বুধবার, ১০:৪২ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর কালীঘাটের বাড়িতে ছ'শো কেজি আম উপহার স্বরূপ পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উপ দূত নিজে মমতার কালীঘাটের বাড়িতে সুদৃশ্য কার্টুন এ বন্দি এই রাজশাহীর আম পৌঁছে দিয়ে আসেন। আম পাঠানো হয়েছে নয়দিল্লির রাইসিনা হিলস এর প্রেসিডেন্ট ভবনে ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এর আবাস স্থলেও। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাত নম্বর রেসকোর্স রোডের বাড়িতেও পৌঁছে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যের এই উপহার। আম এর ডালির বেশিরভাগই রাজশাহীর হাড়ভাঙ্গা আম। এছাড়াও আছে গোলাপখাস বৃন্দাবনী, রানী পছন্দ, ল্যাংড়া প্রভৃতি আম. পশ্চিমবঙ্গের মালদাহ জেলা আম এর ফলন এর জন্যে বিখ্যাত। মালদহ লাগোয়া বাংলাদেশের রাজশাহীও বিখ্যাত আম এর জন্যে সেখানকার চয়ন করা আম দিয়েই হাসিনার উপহারের পসরা তৈরি হয়েছে। মমতা বন্দোপাধ্যায় তাঁর হাসিনা দির পাঠানো উপহারের এই ডালি কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেছেন। পাল্টা আম পাঠাচ্ছেন মমতাও।