বিনোদন
শাকিব-বুবলীর পাল্টাপাল্টি অভিযোগ
স্টাফ রিপোর্টার
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবারএকটা সময় ভালোবাসা ছিল, মায়া ছিল। সেই ভালোবাসার টানেই করে ফেলেন বিয়ে। তাদের ঘরে আসে পুত্রসন্তান। কিন্তু সময়ের ব্যবধানে আজ সেই ভালোবাসার সম্পর্ক রূপ নিয়েছে দা-কুমড়া সম্পর্কে। সুযোগ পেলেই যেন একে-অপরের বিরুদ্ধে বলতে পছন্দ করেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের এই কাদা ছোড়াছুড়িটা হয় প্রকাশ্যেই। সম্প্রতি আবারো পাল্টাপাল্টি অভিযোগ এলো তাদের তরফ থেকে। সম্প্রতি গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপসের সঙ্গে বুবলীর প্রেমের খবর চাউর হয়। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর মুন্নি ও অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম। এ খবর যখন সামনে আসে তখন ভারতে বারাণসিতে ‘দরদ’র শুটিং করছিলেন শাকিব। এবার দেশে এসে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। বুবলী সম্পর্কে করেছেন নানা অভিযোগ। শাকিব বলেন, মুন্নি ভাবীকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। কখন কার রূপ যে মিডিয়াতে চেঞ্জ হয়, বলা যায় না। এটা আমার কোনো ম্যাটার না। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না। শাকিব আরও বলেন, আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাবো। অনেকে হয়তো মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিব আরও বলেন, আমার লাইফে এই ভদ্র মহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নাই। এর আগেও অনেকের সঙ্গে বুবলী সম্পর্কে জড়িয়েছেন বলে জানান শাকিব। এ নায়কের কথায়, তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম। আর ওইগুলো (স্ক্যান্ডাল) হয়তো তাদের ওয়াইফরা বলেননি। শাকিব বলেন, আমি বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) ভুল করেছি। মানুষের বাহ্যিক আচরণ দেখে তাকে জাজ করা মুশকিল। শাকিবের এমন মন্তব্যের বিপরীতে বুবলীও বসে থাকেননি। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিক্রিয়া জানিয়েছেন। বুবলী তার ফেসবুক পেজে গতকাল লেখেন, ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।