বাংলারজমিন
অবরোধের সমর্থনে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ থেকে
(১ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১০:০১ পূর্বাহ্ন
অবরোধের সমর্থনে মানিকগঞ্জের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক অরঙ্গবাদ বাজার বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। জেলা শহরের পৌরসভার বেউথা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে মানিকগঞ্জ -সাটুরিয়া-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দরগ্রাম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতৃবৃন্দ। জেলা বিএনপির নির্দেশনায় মানিকগঞ্জ -সাটুরিয়া ও তিল্লি -দৌলতপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। রাতে পাটুরিয়া ঘাট এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতা কর্মীরা। এছড়া অবরোধের সমর্থনে জেলার আরো কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।