বাংলারজমিন
বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
১২ মে ২০২৫, সোমবারপটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে মো. সবুজ (৪৭) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ পার্শ্ববর্তী দশমিনা উপজেলার বেতাগী সানকিপুরা গ্রামের কাদের চৌকিদারের ছেলে। জানা, নিমদী গ্রামের জব্বার চৌকিদার বাড়ির আবুল হোসেন চৌকিদারের বসতঘরের টিনের ছাউনি লাগানোর কাজ করতে ছিলেন কাঠমিস্ত্রি সবুজ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।