বাংলারজমিন
টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ মে ২০২৫, সোমবারটানা চারদিন সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এর মধ্যে তিন দিন ছিল তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ। সে ধারাবাহিকতায় রোববার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় বুধবার ৩৬ দশমিক ৮, বৃহস্পতিবার ৩৯ দশমিক ৭, শুক্রবার ৪১ দশমিক ২ ও শনিবার ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। বৃহস্পতিবার থেকে রোববার একটানা চারদিন সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। তাপপ্রবাহ চলাকালে শহরে জনমানুষের চলাচল অনেকটাই সীমিত দেখা গেছে। প্রখর তাপে শ্রমজীবী মানুষরা অল্পতেই হাঁপিয়ে উঠছেন। তীব্র তাপে রাস্তার একাধিক স্থানে পিচ গলে গেছে। পরিশ্রান্ত মানুষজনকে গাছের ছায়ায় জিরিয়ে নিতে দেখা গেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, কেন্দ্রীয় আবহাওয়া বার্তা অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির আভাস দেখা যাচ্ছে না। ফলে সহসাই চলমান তাপপ্রবাহে স্বস্তির খবর মিলছে না।