ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মাধবপুরে গায়েবি মামলার সাক্ষী ও হত্যা মামলার আসামি ঘুরছে প্রকাশ্যে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
১২ মে ২০২৫, সোমবার
mzamin

হবিগঞ্জের মাধবপুরে ২০১৮ সালে বিএনপি জামায়াতের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি মামলার সাক্ষী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের লোকজনকে এলাকা ছাড়া করার জন্য ২৯শে সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে মাধবপুর থানায় বিস্ফোরক উপাদানাবলি আইন ২০১৮ এর ৩/এ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি ধারায় একটি গায়েবি মামলা রুজু করা হয়। উক্ত মামলায় ৭ নম্বর সাক্ষী ছিলেন জগদীশপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি উপজেলার খরকি গ্রামের সামছুল ইসলামের পুত্র ফজলুল হক। বিগত স্বৈরাচার সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিভিন্নভাবে সে হয়রানি করে। এমনকি সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে দলীয় নির্দেশে ঢাকায় গিয়ে ছাত্র-জনতার বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে। জাহাঙ্গীর আলম জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়ায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ই জানুয়ারি ২০২৫ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার প্রজ্ঞাপন অনুযায়ী ৮৩৪ জন শহীদের মধ্যে ৮৩১ নম্বর শহীদ। স্বৈরাচার সরকারের পতনের পর ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় শহীদ জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে। উক্ত মামলায় ফজলুল হক ২৮৬ নম্বর আসামি। বিগত সরকারের আমলে শ্রমিক লীগ নেতা পরিচয়ে এলাকার বিএনপি জামায়াতের লোকজনকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ থাকলেও বর্তমানে রহস্যজনক কারণে সে এখনো এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে জগদীশপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. হারুনর রশীদ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময়ে আমিসহ এলাকার কোনো বিএনপি- জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে থাকতে দেয়নি। মামলা-হামলা করে হয়রানি করছে। হত্যা মামলার আসামি হয়েও এখন সে কীভাবে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে আমরা তা বুঝতে পারছি না। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্তা গ্রহণ করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status