বাংলারজমিন
তারাকান্দায় ১০ বছরে সংস্কার হয়নি ব্রিজ, ভোগান্তি
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১২ মে ২০২৫, সোমবার
ময়মনসিংহের তারাকান্দায় এলজিইডি’র পাকা সড়কে কালভার্টের পাটাতন ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ১০ বছর অতিবাহিত হলেও সংস্কার হয়নি ব্রিজটি। এতে হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন।
জানা গেছে, উপজেলার মধুপুর বটতলা থেকে মৌলভীবাজার পর্যন্ত এলজিইডি’র পাকা সড়কের মাসকান্দা খালের ওপর নির্মিত পাটাতন ভেঙে পড়ে রড দেখা যাচ্ছে। স্থানীয়রা ভাঙ্গা পাটাতনের স্থানে ডালপালা রেখেও লাল কাপড় বেঁধে বিপদ সংকেত দেখাচ্ছে। ফলে এ সড়কে ভারী যানবাহন চলাচল করতে পারছে না। অটো, টেম্পু, সিএনজিসহ হালকা যানবাহন চলাচল করছে। স্থানীয়রা জানান, সেতুটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১০ বছর আগে পাটাতন ভেঙে লোহার রড বের হয়ে যায়। অনেক অটোরিকশা গর্তে পড়ে যাত্রীরা আহত হয়েছে। মধুপুর গ্রামের আবদুল হাই আকন্দ জানান, এ ব্রিজের পাটাতন ভাঙায় ভারী যানবাহন ট্রাক, পিকআপ চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় মাছচাষি ও কৃষকরা তাদের ফিশারির মাছসহ পণ্য পরিবহন করতে পারছে না। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চাহিদা প্রেরণ করা হয়েছে।