বিনোদন
লন্ডনে জেমসের কনসার্ট
স্টাফ রিপোর্টার
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারকিংবদন্তি ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস বর্তমানে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সামনে বেশকিছু বড় মাপের কনসার্টে দেখা মিলবে তার। এরমধ্যে ৭ই ডিসেম্বর তিনি পারফর্ম করতে যাচ্ছেন লন্ডনে। এখানকার দ্য রয়েল রিজেন্সিতে ‘মেগা কনসার্ট’ শীর্ষক কনসার্টে পারফর্ম করবেন জেমস। নগর বাউল ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর জানান, বেশ বড় আয়োজনের একটি কনসার্ট এটি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে কনসার্টটি।