ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিশ্বজমিন

মালদ্বীপে ভারতীয় হাই কমিশনের যোগব্যায়ামে হামলা, পুলিশি অ্যাকশন

মানবজমিন ডেস্ক

(১১ মাস আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৭ অপরাহ্ন

mzamin

প্রতীকী ছবি

মালদ্বীপে ভারতীয় হাই কমিশন আয়োজিত একটি যোগব্যায়ামের অনুষ্ঠানে হামলা চালিয়েছে কিছু মানুষ। তাদেরকে নিয়ন্ত্রণ করতে দেশটির পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস ও মরিচের গুঁড়া ব্যবহার করেছে। অনুষ্ঠানের আয়োজকদের একজন বলেছেন, মঙ্গলবার সকালে রাজধানী মালে’তে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, একটি স্টেডিয়ামের ভিতরে কূটনীতিকরা, সরকারি কর্মকর্তারা সহ কমপক্ষে ১৫০ জন আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস উপলক্ষে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। কিন্তু আকস্মিক সেখানে হামলা চালায় একদল মানুষ। তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। ভাঙচুর করে সম্পত্তি। এর আগে প্রতিবাদীরা যোগব্যায়ামের বিরুদ্ধে প্রদর্শিত প্লাকার্ড ভাঙচুর, নষ্ট করে। এসপি ফাতমাথ নাশওয়া বলেছেন, জবাবে দাঙ্গাবিরোধী পদক্ষেপ নেয় পুলিশ।

বিজ্ঞাপন
এ সময় গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে। প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ জানিয়েছেন এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status