বিনোদন
দুই আসনে নির্বাচন করবেন নকুল কুমার বিশ্বাস
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন
জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। বেশ কিছুদিন আগেই জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাদারীপুর-৩ এবং বরিশাল-২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। এ আসন থেকে গেল ২৭ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এদিকে গত ২৯ নভেম্বর তিনি বরিশাল জেলার বানারীপাড়া-উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনের জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই দুই আসনের জন্য গত ৩০ নভেম্বর দুপুরে মাদারীপুর ও বিকেলে বরিশালে মনোনয়নপত্র জমা দেন তিনি। কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার দলীয় প্রতীক গামছা। এ ব্যাপারে নকুল কুমার বিশ্বাস জানান, স্থানীয় দলের নেতাকর্মী ও ভক্ত অনুরাগীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখে-দুঃখে ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবেন। বিগত দিনেও তিনি এলাকার জন্যে নিবেদিত ছিলেন, আগামীতেও থাকবেন।