খেলা
৪০০তে চোখ বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারদ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানে দুই ওপেনারের বিদায়। এমন পরিস্থিতি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অনেকটা পরিচিত। শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে হয়তো লড়াই চালিয়ে যাওয়া। তবে নয়া টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বদলে দিলেন দৃশ্যপট। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। তুলে নিলেন ২৪ ম্যাচের ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরিও। দিন শেষে অপরাজিত আছেন ১০৪ রান করে। ১৯৮ বলের ইনিংসে আছে ১০টি চারের মার। নেই কোনো ছক্কা। এমন ইনিংসে নিজেকে নিয়ে গেলেন রেকর্ড বইয়েও। বলার অপেক্ষা রাখে না তার এমন ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ২১২ রান তাতে ২০৫ রানের লিডও। বলার অপেক্ষা রাখেনা একটি ইনিংসের প্রশংসা না করে কি উপায় আছে।
বিশেষ করে দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত সাবেক অধিনায়ক মুমিনুল হকতো দারুণ আপ্লুত। দিন শেষে সংবাদ সম্মেলনে তাতে অধিনায়ককে নিয়ে ছোটালেন প্রশংসার ফুলঝুড়ি। তিনি বলেন, ‘শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও খেলা খুব ভালো বোঝে। নিজের গেম সম্পর্কে খুব ভালো জানে। ক্লিয়ার মাইন্ড থাকে। হোক টেস্ট, হোক ওয়ানডে। প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল। ওরা যে চাপ সৃষ্টি করেছে তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।’
অন্যদিকে নিয়মিত অধিনায়ক সাকিব নেই বলেই নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু খণ্ডকালিন দায়িত্ব হলেও দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন। তার ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল এরই মধ্যে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। মুমিনুলও তার নেতৃত্ব নিয়ে খুশি। তিনি বলেন, ‘(শান্তর ক্যাপ্টেন্সি) আপনারা আরও ভালো বুঝবেন। আপনারা বাইরে থেকে দেখেন। দল তো ভালোই খেলছে। ঐ হিসেবে চিন্তা করলে আমার মনে হয় ভালো। কারও সঙ্গে কারও তুলনা করা যাবে না। একেকজনের থিওরি একেকরকম। আমার মনে হয় লিডার হিসেবে ও ভালো। যেটা ভালো বোঝে সেটাই করে। ভেতরের জিনিসগুলো বোঝে। অনেক ক্যাপ্টেন বোলারের কথা শোনে। ও ওর মতো করে।’ শুধু তাই নয়, গতকাল যখন সকালে নিউজিল্যান্ড ৮ উইকেট হারানোর পরই প্রতিরোধ গড়ে ছিল তখন শান্তই বল তুলে দেন মুমিনুলের হাতে। আর এক ওভারে ২ উইকেট নিয়ে কিউইদের প্রথম ইনিংস ৩১৭ রানে থামিয়ে দেন তিনি। নিজের বোলিং নিয়ে মুমিনুল বলেন, ‘(বোলিং) ওরকম ভাবনা ছিল না। ক্যাপ্টেন চেয়েছে ভিন্ন কিছু করতে, যেটা আমার সময় আমি করতাম। করেছে, হয়ে গেছে আল্লাহ্র রহমতে।’
ম্যাচের চতুর্থদিন বাংলাদেশ লক্ষ্য যত বড় করতে পারবে জয়ের সম্ভাবনা ততই বাড়বে। অপরাজিত থেকেই আজ দিন শুরু করবেন শান্ত ও মুশফিক। তারা নিজেদের দায়িত্বটা আরও ভালোভাবে পালন করলে হয়তো লিড ছাড়াতে পারে ৪শ’ও। তবে বড় লক্ষ্য আশা করলেও তা নিয়ে সরাসরি কিছু বলতে নারাজ মুুমিনুল। তার বিশ্বাস উইকেট ভালো, ব্যাট করতে পারলে বড় সংগ্রহ সম্ভব। আর তা ফলটাও আসবে বলে মনে করেন তিনি। মুুমিনুল বলেন, ‘এটা বলাটা খুব কঠিন। আমার কাছে এখনও মনে হচ্ছে উইকেট ভালো। কত রান নিরাপদ এটা বলা অনেক কঠিন। ৪০০ও হতে পারে, সাড়ে ৩০০ও হতে পারে। কালকের উপর নির্ভর করে। কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশ’ হলে ঠিক আছে। রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ্। নরমাল ক্রিকেট খেললেই ভালো। যত পারা যায় ওদের দিক থেক গেম নিয়ে আসতে হবে। টেস্ট ক্রিকেটটাই এমন। ধৈর্য্য ধরে বল করতে হবে। ব্যাটিংয়ে স্বাভাবিক ব্যাটিং করতে হবে।’
অন্যদিকে তৃতীয়দিনে ৩৪তম ওভারের প্রথম বলে ঘটে লালা কাণ্ড। সেই সময় বলে মুখের লালা ব্যবহার করেন গ্লেন ফিলিপ্স। টিভি ক্যামেরাতেও স্পষ্ট দেখা গেছে ওই ঘটনা। এমন কাজ করলে গত বছর যুক্ত হওয়া নিয়ম অনুযায়ী পাঁচ রানের পেনাল্টি পাওয়ার কথা বাংলাদেশের। এরই মধ্যে বাংলাদেশ দলও বিষয়টি আম্পায়ারকে অবগত করেছে বলে জানিয়েছেন মুমিনুল। তিনি বলেন, ‘আমরা অবগত, আমরা জানিয়েছি।’