বাংলারজমিন
তারাকান্দায় মেয়াদোত্তীর্ণ ২ ব্রিজ রেখে এলজিইডি’র সড়ক সংস্কার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
ময়মনসিংহের তারাকান্দায় খালের উপর মেয়াদোত্তীর্ণ ২ ব্রিজ রেখে ১১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এলজিইডি’র প্রকল্পে পাকা সড়ক সংস্কারের কাজ চলছে। ভারী যানবাহনের ওজনে যেকোনো সময় ব্রিজ ২টি ভেঙে বা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। জানা যায়, তারাকান্দা উপজেলার তারাকান্দা-শ্যামগঞ্জ সড়কের তারাকান্দা নতুন বাজার চৌরাস্তা হতে গৌরীপুর উপজেলার সীমানা বাহেলার গ্রামের ব্রিজ পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার সড়ক ৩টি প্যকেজে ২০২৩-২০২৪ অর্থবছরে সংস্কার কাজ শুরু হয়। সড়কের সংস্কার কাজ শুরু হলেও চিনাপাড়া মানিকদির ও বুরবুরিয়া খালের উপর ২টি ব্রিজের মেয়াদ শেষ হয়ে পাটাতন ও প্লাস্টার উঠে গেছে। ভারী যানবাহনের চাপে ব্রিজ ২টি যেকোনো সময় ধসে বা ভেঙে পড়তে পারে। এ সড়কের মেয়াদোত্তীর্ণ ব্রিজ ২টি পুনর্নির্মাণ করা জরুরি বলে স্থানীয়রা জানিয়েছেন।