ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে ছাত্রদল সম্পাদকসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার

বিএনপি’র ডাকা চলমান আন্দোলনে সিলেটে পুলিশি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত দুইদিনে সিলেট শহর থেকে পুলিশ বিএনপি’র ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ ৪ জনকে একই সময়ে গ্রেপ্তার করা হয়। আর গতকাল ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে মহানগর যুবদল নেতা জামাল আহমদ ও ৫নং ওয়ার্ড বিএনপি নেতা শাকিল আহমদকে। হরতালের সমর্থনে বুধবার রাতে নগরের ঝর্নারপাড় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মশাল মিছিল থেকে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৬টি ককটেল সাদৃশ বস্তু ও মশাল মিছিলে ব্যবহৃত বাঁশের লাঠি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসান, পার্শ্ববর্তী টিকরপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ, সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে ছাত্রদল কর্মী ওয়াহিদ আহমদ। তিনি কোতোয়ালি থানাধীন সাপ্লাই মিনা ভবন শিপন মিয়ার বাসার ভাড়াটিয়া এবং শাহপরান থানার শিবগঞ্জ, সোনারপাড়ার সেলিম আহমদের ছেলে রেদুয়ান আহমদ রাব্বি। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝর্নারপাড় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মশাল মিছিল বের করে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচলে বাধা দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এ সময় মিছিলকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, মো. জুনেদ আহমদ ও কনস্টেবল মো. মহিবুর রহমান আহত হন। ওই সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়িরও ক্ষতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোড়ে এবং ধাওয়া করে ৪ জনকে আটক, ৬টি ককটেল সদৃশ বস্তু এবং ১২টি বাঁশের লাঠি জব্দ করে। এদিকে হরতালের সমর্থনে সিলেটে পৃথক পৃথক স্থানে মিছিল ও পিকেটিং করেছে দলীয় নেতাকর্মীরা। নগরীর মিরবক্সটুলা এলাকায় বেলা ৩টার দিকে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি নেতা সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নাদির খান, মনসুরুল হোসেন মঞ্জু, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল আহাদ, জাহাঙ্গীর হোসেন চৌধুরী জীবন, আব্দুল আজিজ, ফয়সল আহমদ প্রমুখ।
নগরীর সুবিদবাজারে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট ও এমদাদুল হক স্বপনের নেতৃত্বে আরেকটি মিছিল হয়। এ ছাড়া দরগাহ গেট এলাকায় মোটরসাইকেলে করে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেলা আড়াইটার দিকে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status