বাংলারজমিন
গাজীপুরে বাসে আগুন
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারগাজীপুরের কাশিমপুরের জিরানী বাজার এলাকায় যাত্রী ভাই বাসে আগুন দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, হরতালকারীরা আগুন দেয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী কাশিপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টার দিকে যাত্রীবেশী দুর্বৃত্তরা কালিয়াকৈর নবীনগর সড়কের জিরানী বাজার এলাকায় ঢাকাগামী বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাসে অল্প কয়েকজন যাত্রী ছিল।