বাংলারজমিন
হরতালের সমর্থনে রাঙ্গামাটিতে ছাত্রদলের মিছিল
রাঙ্গামাটি প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারহরতালের সমর্থনে রাঙ্গামাটি শহরে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. অলি আহাদের নেতৃত্বে বিএনপি’র হরতালের সমর্থনে গতকাল সকালে এই কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাজবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হেলথ এলাকায় এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির, সাজ্জাদ হোসেন, শাওন মেহেদী, ইমাম মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ সুমন, দপ্তর সম্পাদক আব্দুল সালাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, রাঙ্গামাটি হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিত, নানিয়রচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, নগর ছাত্রদলের জয় খান, জেলা ছাত্রদল নেতা অনিমেষ রায়, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা অনতোষ দাশ প্রমুখ।