বাংলারজমিন
কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান সমর্থিত নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। গতকাল তার সতন্ত্র প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করার কথা ছিল। বেলা ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র দাখিল করেন। এ হামলায় গুরুতর আহত হয়েছেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এসএম মনিরুল ইসলাম (৫০) এবং উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম তালুকদার (৫২)। তাদেরকে কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসীরা। আহত দু’জন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতা সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের সমর্থক। এ সহিংস ঘটনায় বর্তমান সংসদ সদস্য মো. মহিবুর রহমানকে দায়ী করেছেন মাহবুবুর রহমান। তিনি অভিযোগ করে জানান, তার মনোনয়নপত্র দাখিল উপলক্ষে পূর্ব নির্ধারিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আসার পথে বিভিন্ন স্থানে এমপি মহিববুর রহমানের সন্ত্রাসী কর্মীরা বাধা দিয়েছে। এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় তার আরও ১৫ জন নেতাকর্মী বিভিন্ন স্থানে আহত হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, বিগত ৫ বছরে এমপি মহিববুর রহমান শান্তিপূর্ণ কলাপাড়া উপজেলাকে সন্ত্রাসী, চাঁদাবাজি ও সহিংস জনপদে পরিণত করেছে। নির্বাচনের মুহূর্তে এ ঘটনা তারই প্রতিফলন। এ জন্য এমপি মহিববুর রহমানের সন্ত্রাসী কর্মীরাই দায়ী।
আহত অসীম তালুকদার অভিযোগ করে বলেন, আমি ও সহকর্মী মনিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহাবুবুর রহমানের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে পূর্ব নির্ধারিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যাচ্ছিলাম। উপজেলার বালিয়াতলী স্টেশন থেকে মোটরসাইকেলে করে এসে শহরের গোডাউন ঘাট এলাকায় নামলে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী আমাদের ওপর রামদা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আমরা দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে পড়ে যাই। এ সময় সন্ত্রাসীরা হাতে থাকা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। সন্ত্রাসী হামলায় আমরা দু’জনই মারাত্মকভাবে আহত হয়েছি। একপর্যায়ে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছে।
সরজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অসীম তালুকদারের ডান ও বাম পা একাধিক কোপে জখম হয়েছে। এ ছাড়া বেধড়ক মারধরে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। অপরদিকে এসএম মনিরুল ইসলামের পিঠ, দুই হাত ও পায়ে রামদার কোপ লেগেছে। তার শরীরেও বেধড়ক পিটুনিতে জখম হয়েছে।
এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিববুর রহমান এমপি এ বিষয়ে বলেন, আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে। আর কেউ দাঁড়ালো, না দাঁড়ালো তাতে আমার কিছু যায় আসে না। এ নিয়ে আমার কোনো বিরোধিতাও নাই। আমার সকল কর্মীদের নির্দেশ দেয়া আছে- কেউ কারও কোথাও বাধা সৃষ্টি করবে না। এ নিয়ে আমরা কোনো দায়-দায়িত্বও নেবো না। তিনি আরও বলেন, এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। এ ঘটনা মাহবুবুর রহমানের অভ্যন্তরীণ ঘটনার অংশ, যা আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদেরকেও দেখে এসেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।