বিশ্বজমিন
জার্মানির পর এবার কয়লায় ফিরলো নেদারল্যান্ড
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ৩:২৯ অপরাহ্ন

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎসের সন্ধান করছে ইউরোপীয় দেশগুলো। এরইমধ্যে নেদারল্যান্ডের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী রব জেটেন ঘোষণা দিয়েছেন, এখন থেকে কয়লার উপরে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। ফলে দেশটিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আবারও চালু হতে চলেছে। মূলত গ্যাসের উপরে চাপ কমানোর জন্যই কয়লাকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে দেশটি। একইসঙ্গে আসন্ন শীতের জন্য দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি জ্বালানি সঞ্চয়ের আহবানও জানিয়েছেন জেটেন। এ খবর দিয়েছে আরটি।
ডাচ জ্বালানি মন্ত্রী বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করেই এই নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত কয়েক দিন ধরেই এই আলোচনা চলছে। এরপরই মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, অবিলম্বে কয়লার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। তবে বর্তমানে দেশে কোনো গ্যাস সংকট নেই বলেও দাবি করেন তিনি। যদিও তিনি তার বক্তব্যে রাশিয়ার জ্বালানি নিয়ে রাজনীতির সমালোচনা করেন।
এর আগে গত রোববার জার্মানিও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক রোববার বলেন, রাশিয়া থেকে আসা গ্যাসের সংকটের কারণে এখন জার্মানিকে অবশ্যই কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।