বাংলারজমিন
মেহেন্দিগঞ্জ আরসি কলেজের অফিস সহকারীকে মারধর, ক্যাশ লুট
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারবরিশালের মেহেন্দিগঞ্জ পৌর শহরে রসিক চন্দ্র (আর.সি) কলেজে ঢুকে অফিস সহকারী কাম হিসাব সহকারী বিকাশ দেবনাথকে মারধর করেছে একদল যুবক। গতকাল দুপুর ১২টার দিকে মারধরের পর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হানা দেয় হামলাকারীরা। বিকাশ দেবনাথ স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের নিকটাত্মীয় (ভাইয়ের ভায়রা ছেলে)। বিকাশ জানিয়েছে, হামলার নেতৃত্ব দেয়া জিন্নাহ খানসহ অন্যরা এলাকাতে পঙ্কজবিরোধী হিসেবে পরিচিত। জানা যায়, পঙ্কজ দেবনাথ বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) মনোনয়নবঞ্চিত হলে গত রোববার থেকে দুই উপজেলায় তার অনুসারীদের ওপর ধারাবাহিক হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। বিকাশ দেবনাথ জানান, তিনি কলেজের অফিস কক্ষে বসা ছিলেন। বেলা ১২টার দিকে জিন্নাহ খানের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক এসে প্রথমে তাকে গালাগালি ও একপর্যায়ে লাঠিসোটা দিয়ে পেটাতে শুরু করে। কলেজের শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হানা দেয় হামলাকারীরা। পরে নিরাপত্তার জন্য বাড়িতে চলে আসেন তিনি। বিকাশ দাবি করেন, হামলাকারীরা তার টেবিলের ড্রয়ার থেকে ৫৫ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, কলেজ জাতীয়করণ সংক্রান্ত কাজে তিনি এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকায় অবস্থান করছেন। একদল যুবক হামলা করার জন্য কয়েকদিন ধরে কলেজে ঢুকে তাকেও খুঁজছে। গতকাল তার অফিস সহকারী বিকাশ নাথের ওপর হামলা করা হয়। বিষয়টি তিনি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। অভিযুক্ত হামলাকারী জিন্নাহ খান নিজেকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী দাবি করে বলেন, কলেজের গেটে একদল যুবকের সঙ্গে বিকাশ দেবাথের কথা কাটাকাটি ও তার কলার ধরেছিল যুবকরা। এ সময় অন্য শিক্ষকরা এসে ছাড়িয়ে দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি এসব জেনেছেন। মেহেন্দিগঞ্জের ইউএনও কাজী আনিসুল ইসলাম বলেন, অফিস সহকারীকে মারধরের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ এখনো পাইনি।